বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ও মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। পুরস্কার ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং আচার্য বিল নিয়েও নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি।
৭টি পুরস্কার দেওয়ার ঘোষণা রাজ্যপালের (CV Ananda Bose)
আজ, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সমাবর্তন মঞ্চ থেকেই তিনি একটি নতুন পুরস্কার চালুর ঘোষণা করেন। রাজ্যপাল জানান, মোট ৭টি পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকটি পুরস্কারের আর্থিক মূল্য হবে ২৫ হাজার টাকা করে। আগামী বছরের সমাবর্তন অনুষ্ঠান থেকেই এই পুরস্কার দেওয়া শুরু হবে।
রাজ্যপাল (CV Ananda Bose) জানান, এই পুরস্কারগুলি তাঁর নামেই ছাত্র ও অধ্যাপকদের দেওয়া হবে। তবে কোন কোন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “বাংলায় দুটো সমস্যা রয়েছে হিংসা আর দুর্নীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর থেকে বাদ নয়।” এদিন রাজ্যপাল সমাবর্তন মঞ্চে প্রবেশ করার পর মঞ্চের বাইরে কিছু পড়ুয়া বিক্ষোভ দেখান। ফান্ড কাট ইস্যু এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ হয়। আচার্যকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ বলে জানা গিয়েছে।
বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, “প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। রাজভবন এখন লোকভবন, তাই যে কোনও সময় তাঁরা এসে দেখা করতে পারেন।” এছাড়াও পশ্চিমবঙ্গের আচার্য বিল নিয়েও মন্তব্য করেন রাজ্যপাল বোস। তিনি বলেন, “রাষ্ট্রপতি মনে করেননি রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা উচিত, তাই এই বিলে সই করেননি।”

আরও পড়ুনঃ বড়দিনের আগে দার্জিলিংয়ে সুখবর, গ্লেনারিজ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আচার্য বিলটি ফিরিয়ে দিয়েছেন। ওই বিলে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আচার্য হিসাবে রাজ্যপালের (CV Ananda Bose) পরিবর্তে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ ছিল।












