সীমান্তে নাকি ২০০ অনুপ্রবেশকারীর ভিড়! বাস্তব নাকি গুজব? সরেজমিনে খতিয়ে দেখতে হাকিমপুরে রাজ্যপাল

Published on:

Published on:

CV Ananda Bose Visits Hakimpur Border
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ নিয়ে টানটান উত্তেজনা। অনেকের দাবি, প্রায় ২০০ মানুষ ব্যাগ নিয়ে সীমান্তের এ-পারে বসে আছেন। তাঁদের অনেকে ‘অনুপ্রবেশকারী’ বলেই ধারণা ছড়াচ্ছে। আবার স্থানীয়দের দাবি এসবই গুজব। এই নিয়ে এলাকায় বিক্ষোভও হয়েছে। গুজব রটানোর অভিযোগে কয়েকজনকে মারধরও করা হয়েছে। সেই কারণেই বাস্তব অবস্থা জানতে সোমবার হাকিমপুর সীমান্তে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

হাকিমপুর সীমান্তে পৌঁছে কী দেখলেন রাজ্যপাল (CV Ananda Bose)?

রাজ্যপাল (CV Ananda Bose) এদিন নিজেই বলেন, “অনেক কিছু শোনা যাচ্ছে। নানা রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে। তাই নিজের চোখে দেখে নেওয়াই ভালো।” এদিন হাকিমপুর সীমান্ত তিনি চৌকি, বিএসএফ ক্যাম্প ও স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সীমান্তের সাধারণ মানুষদের সঙ্গেও আলোচনা করেন। অনুপ্রবেশ, চোরাচালান, নিরাপত্তা, সব বিষয়ে তথ্য নেন তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দাবি ওঠে, প্রায় ২০০ মানুষ ব্যাগ নিয়ে সীমান্তের এ-পারেই বসে রয়েছেন এবং তাঁরা ‘অনুপ্রবেশকারী’ হতে পারেন। এই খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা বাড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এসবই গুজব। গুজব রটানোর অভিযোগে এলাকার কয়েকজনকে মারধরও করা হয়। পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে।

এদিকে রাজ্যে চলছে এসআইআর (SIR)। এনুমারেশন ফর্ম বিলি ও ডিজিটাইজেশন নিয়ে ব্যস্ত প্রশাসন। পুরো রাজ্যজুড়েই এই ইস্যুতে উত্তেজনা বাড়ছে। তার মধ্যেই হাকিমপুরের ঘটনা আরও উত্তেজনা তৈরি করেছে।ইতিমধ্যেই বিলে সই বিলম্ব, রাজনৈতিক অশান্তি নিয়ে মন্তব্যসহ নানা কারণে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। এই অবস্থায় রাজ্যপালের (CV Ananda Bose) সীমান্ত সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

CV Ananda Bose Visits Hakimpur Border

আরও পড়ুনঃ ২টি জরুরি ইস্যু! SIR নিয়ে উত্তপ্ত আবহেই মুখ্য নির্বাচন কমিশনারকে ফের চিঠি ‘ক্ষুব্ধ’ মমতার

সূত্রের খবর, রাজ্যপাল (CV Ananda Bose) মঙ্গলবার মুর্শিদাবাদের আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করবেন বলেই জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহই তাঁর লক্ষ্য।