বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তার সুযোগ নিয়ে সেটাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে প্রতারকরা। দেশ জুড়েই বিভিন্ন প্রতারণা চক্র জাল বিস্তার করছে বলে অভিযোগ। রমরমিয়ে চলছে ব্যক্তিগত তথ্য আদানপ্রদানের কারবার। এর মাঝেই এবার প্যান (Pan Card) এবং আধার কার্ডের প্রতারণা নিয়ে সতর্ক করল জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ।
প্যান কার্ডের (Pan Card) নম্বর নিয়ে চলছে নতুন প্রতারণা চক্র
নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার নতুন নতুন পন্থা বের করছে প্রতারকরা। এমনই এক প্রতারণার ফাঁদ ‘প্যান ২.০ স্ক্যাম’ (Pan 2.0 Scam)। কীভাবে চলছে এই প্রতারণা? জানা যাচ্ছে, একটি ভুয়ো ইমেলে আয়কর দফতরের ওয়েবসাইটের নকল লিঙ্ক দিও প্যান কার্ড (Pan Card) এবং আধার কার্ডের নম্বর হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সাইবার নিরাপত্তা বিভাগের তরফে জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটের আইডি নকল করে ভুয়ো ইমেল পাঠাচ্ছে প্রতারকরা। সেখানে গ্রাহকের প্যান (Pan Card), আধার নম্বর, ব্যাঙ্কের তথ্য জানতে চাওয়া হচ্ছে।
কীভাবে করা হচ্ছে প্রতারণা: এই ভুয়ো ইমেলে বলা হচ্ছে, পুরনো প্যান (Pan Card) নতুন প্যান ২.০ তে আপডেট করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। নাহলেই তা বাতিল হয়ে যাবে। এমন ভাবে ভয় দেখিয়ে গ্রাহকের থেকে ব্যক্তিগত এবং ব্যাঙ্কের তথ্যও জেনে নেওয়া হচ্ছে। এমনকি আয়কর দফতর বা উচ্চপদস্থ আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে ইমেল পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। কিন্তু এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচার উপায় কী?
আরও পড়ুন : পয়সা খরচ করে ব্র্যান্ডেড তেলের নামে রোজ কী খাচ্ছেন জানেন? খাস এ রাজ্যেই পর্দাফাঁস বিরাট কারবারের!
কীভাবে সতর্ক হবেন: ইমেলে কোনও অচেনা আইডি থেকে লিঙ্ক পাঠানো হলে ভুল করেও তাতে ক্লিক করবেন না, সে যতই প্রলোভন দেখানো হোক না কেন। আয়কর দফতর সহ কোনও সরকারি দফতর থেকেই আধার বা প্যান (Pan Card) আপডেট করার তথ্য ব্যক্তিগত তথ্য চেয়ে কোনও ইমেল পাঠানো হয় না। অতএব এমন কোনও লিঙ্ক দেখলেই সতর্ক হন। তা ভুয়ো হতে পারে। ই প্যান কার্ড ডাউনলোড করতে বলে যদি কোনও লিঙ্ক পাঠানো হয়, তবে সেটায় ক্লিক করবেন না কোনও মতেই। এমন লিঙ্কে মালওয়্যার ইনস্টল করা থাকে। যা ডিভাইসে ঢুকে সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট দখল করে নিতে পারে।
আরও পড়ুন : বাজারে ছোটাছুটির ঝক্কির দিন শেষ, ইলিশ কিনে, রান্না করে বাড়িতে পৌঁছে দেবে ‘Ilish Online’
যে ওয়েবসাইটের লিঙ্ক পাঠানো হয়েছে তার URL এ https আছে কিনা তা দেখতে হবে। http এর সঙ্গে s না থাকলে বুঝতে হবে তা ভুয়ো। এমন ওয়েবসাইটে কোনও রকম ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। সরকারি দফতরের ইমেলের ডোমেন সবসময় শেষ হয় .in, .gov.in বা .nic.in দিয়ে। সেটা লক্ষ্য রাখুন। পাশাপাশি ইমেল বা ব্যক্তিগত অ্যাকাউন্ট গুলিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে রাখাও উচিত।