আবহাওয়া সংক্রান্ত আরো এক বড়ো আপডেট দিল বিশেষজ্ঞরা। যা রীতিমতো চিন্তায় ফেলতে পারে বেশকিছু রাজ্যকে। বঙ্গোপাসগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপাসগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। ৩০ সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
সাধারণত অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়। যা ‘আশ্বিন-কার্তিকের তুফান’ হিসেবে বহুকাল ধরে পরিচিত। ২০ মে আমফান আঘাত এনেছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে।
Westcentral Bay of Bengal & adjoining northwest Bay of Bengal, Southwest Bay of Bengal and along & off Odisha- AP-TN & Puducherry coasts and over Gulf of Mannar during 11th-12th October 2020. Fishermen out at Sea over the Bay of Bengal are advised to return to the coasts.
— India Meteorological Department (@Indiametdept) October 10, 2020
তবে এখনো পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে বাংলা নয় অন্ধ্রপ্রদেশে আঘাত করতে চলেছে এই ঘুর্ণিঝড়। ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে এই ঘূর্ণিঝড়ের প্ৰভাব পড়বে বলে জানা যাচ্ছে।
তবে এই ঘুর্ণিঝড় বাংলায় সেভাবে প্রভাব ফেলবে না বলেই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা তছনছ করে দিয়েছিল ঘূর্নিঝড় আমফান। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। বহু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে ৭২ ঘন্টার বেশি সময় লেগে যায়।