বাংলা হান্ট ডেস্ক: আশঙ্কাই সত্যি হল! পুজোর মরসুমে ঘূর্ণিঝড়ের (Cyclone) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্য-পশ্চিম দিক থেকে আসা নিম্নচাপটি রবিবার বিকেলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপটি (Deep Depression) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘হামুন’ (Hamun)। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ (Bangladesh) উপকূলের ক্ষেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে ওই এলাকা দিয়ে যেতে পারে আগামী ২৫ অক্টোবর।
এর জেরে নবমীর থেকেই আবহাওয়ার (Weather) ভোলবদল। সকাল থেকেই কলকাতার (Kolkata) আকাশে মেঘ দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওই গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং কলকাতায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতায় দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। একাদশীর দিন, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বাকি জেলাগুলিতে ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরই পাশাপাশি দশমীর দিন বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে। পাশাপাশি ওই দিন ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ও ২৫ তারিখ হাওয়া অফিসের তরফে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।