YAAS-এর আগেই তাণ্ডবলীলা চালাল ঘূর্ণিঝড়, হালিশহরে ক্ষতিগ্রস্ত অজস্র বাড়ি! রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালই বাংলায় (West Bengal) আছড়ে পড়তে চলেছে YAAS। এই ঘূর্ণিঝড় (Cyclone) মোকাবিলার জন্য রাজ্য এবং কেন্দ্র থেকে আগেভাগেই বন্দোবস্ত করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে। ওড়িশার উপকূলেও এই বিধ্বংসী ঝড় আছড়ে পড়বে। আবহাওয়া দফতরের মতে ঝড় কিছুটা গতি পরিবর্তন করে উড়িষ্যার দিকে যাচ্ছে।

আর এরই মধ্যে আরও একটি ঝড়ে লণ্ডভণ্ড হল ৩০ থেকে ৪০টি বাড়ি। উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে এই ঝড় তাণ্ডবলীলা চালিয়েছে। এরপর গঙ্গা পার করে ব্যান্ডেলেও কিছুটা ক্ষয়ক্ষতি চালিয়েছে। স্থানীয় সুত্র অনুযায়ী, মাত্র কয়েক সেকেন্ডই স্থায়ী ছিল এই ঝড়। আর তাঁর মধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে। বিকেল ৩ টে ৪৫ নাগাদ হালিশহরে আছড়ে পড়ে এই ঝড়। এরপর সেখানে তাণ্ডবলীলা চালানোর পর ধীরে ধীরে হুগলির দিকে অগ্রসর হয় এই ঝড়।

ব্যান্ডেলে ঝড় ঢুকে ব্যান্ডেল চার্চের সামনেও তাণ্ডবলীলা চালায় ঝড়। চার্চের সামনে থাকা অসংখ্য দোকান ভেঙে তছনছ হয়ে গিয়েছে। স্থানীয়দের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে হঠাত করে ওঠা এই ঝড়। দেখে নিন সেই ভিডিও …


Koushik Dutta

সম্পর্কিত খবর