ফুঁসছে ঘূর্ণাবর্ত, ৭ দিন ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে! বইবে ৫০ কিলোমিটার বেগে ঝড়, জারি অ্যালার্ট

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট ইতিমধ্যেই দেখেছে রাজ্যবাসী। এদিকে দক্ষিণবঙ্গে গরমে (Weather Update) হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বসন্তের মনোরম আবহাওয়া তো দূর, উল্টে ঘেমেনেয়ে একাকার অবস্থা সকলের। তবে এবার খানিক স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস! ঘূর্ণাবর্তের সৌজন্যে আগামী ৭ দিন বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়।

উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে দক্ষিণ-পূর্ণ অরুণাচল প্রদেশ অবধি বিস্তৃত আছে একটি অক্ষরেখা। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবশ করছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে। যে কারণে কয়েকদিন ভারতের উত্তর পূর্বাংশের বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, ভিজতে পারে সিকিম এবং উত্তরবঙ্গ।

আগামী ৭দিন হিমালয়ের পাদদেশের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতি থেকে শনিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে এলাকাগুলি। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসম, মণিপুর, সিকিম, মেঘালয়, মিজোরামেও। এদিকে মঙ্গলবার তথা আজ থেকে শনিবার অবধি অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ স্ত্রী বিধায়ক বলে স্বামী চাকরি করবে না?’ ভোটের আগে লাভলির বরের বদলিতে ফুঁসে উঠলেন মমতা

আগামী বুধ এবং শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বুধবার কোনও জেলায় জারি করা হয়নি হলুদ সতর্কতা। তবে বৃহস্পতিবার উক্ত চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে।

আগামী শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে উত্তর দিনাজপুর, কোচবিচার এবং আলিপুরদুয়ারের আবহাওয়াও একইরকম থাকতে পারে। সেই সঙ্গেই উল্লিখিত ৬ জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

weather cyclone

সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও। এদিন ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়তে পারে। ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এই ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর