রাজ্যে আবারও মাথা চাড়া দিচ্ছে ডি কোম্পানির লটারি, একটি ফোনেই প্রতারিত এক মহিলা

বাংলা হান্ট ডেস্ক : আপনি একটি লটারিতে পঁচিশ লক্ষ টাকা পেয়েছেন! এভাবেই একটি ফোন দিয়ে কয়েক হাজার মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা একসময় হাতিয়ে নিয়েছিল পাকিস্তানের লটারি জালিয়াতরা ৷আবারও রাজ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ডি কোম্পানির লটারি, আর সেই ফাঁদে পা দিয়ে নিউ টাউনের এক বাসিন্দা খোয়ালেন বিয়াল্লিশ হাজার টাকা৷ সিআইডি সূত্রে জানা গিয়েছে কয়েক দিন আগে নিউ টাউন থানা এলাকার হাতিয়ার বাসিন্দা বিলকিস বেগম নামের এক মহিলার কাছে +92347603713 নম্বর থেকে ফোন আসে

ফোন করে তাঁকে জানানো হয় তিনি পঁচিশ লক্ষ টাকার লটারি জিতেছেন কিন্তু সেই লটারির টাকা তাঁকে পেতে গেলে প্রসেসিং ফি দিতে হবে৷ লক্ষাধিক টাকার লোভ কিছুতেই সামলাতে না পেরে বিলকিস বেগম দুই কিস্তিতে প্রতারকদের অ্যাকাউন্টে 43,100 টাকা জমা দেন৷ অথচ তার পরেও লক্ষাধিক টাকা তাঁর হাতে এসে পৌঁছয়নি আর তাতেই তাঁর সন্দেহ হয়৷7156c744c79cb35769bd599a1b625f2b 1

তার পর বারবার ওই নম্বরে যোগাযোগ করা হলে যোগাযোগ সম্ভব হয়নি বিলকিস বেগমের আর তাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার তদন্ত শুরু করেছেন বিধাননগর কমিশনের পুলিশ৷ তদন্তের পরে জানা গিয়েছে, বিলকিস বেগম যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন সেটি অবিনাশ কুমার নামে এক ব্যক্তির, বিলকিস বেগম টাকা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে ওই টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল৷

যদিও এই প্রথমবার নয় এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় পাকিস্তানি জালিয়াতদের এই প্রতারণা চক্র গজিয়ে উঠেছিল৷ কিন্তু সে সময় সিআইডির হাতে বেশ কয়েকজন ধরা পড়ে যাওয়ায় বাংলা থেকে প্রতারণার চক্র জাল গুটিয়ে চলে যায় কিন্তু এবার আবারও জাল বিস্তার করেছে এমনটাই জানিয়েছেন নিউ টাউনের ওই ঘটনার তদন্তকারী এক আধিকারিক৷ তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় এরকম প্রতারণার চক্র গজিয়ে উঠেছে৷

সম্পর্কিত খবর