বাংলাহান্ট ডেস্ক : এন ভি রমণা (NV Ramana) মেয়াদ ফুরিয়েছে মাস দুয়েক আগেই। তারপর সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice of Supreme Court) নিযুক্ত হন বিচারপতি ইউ ইউ ললিত (UU Lalit)। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়। আজ পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করলেন তিনি। জানা যাচ্ছে, পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করেছেন ললিত।
গত শুক্রবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে টুইট করেছিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা জানান অস্থায়ী প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতেই এই চিঠি দেন তিনি। জানা গিয়েছে, নিয়ম অনুসারে বিচারপতি ললিত পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তবের বিষয়টি কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন।
এন ভি রমণার মেয়াদ ফুরোনোর পর গত আগস্ট মাসে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি ইউ ইউ ললিত। তবে দেশের শীর্ষ আদালতে অস্থায়ী পদে রয়েছেন তিনি। তিন মাসেই ফুরোতে চলেছে তাঁর সেই অস্থার মেয়াদ। আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি পদের মেয়াদ শেষ হচ্ছে। মঙ্গলবার তার আগেই নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন তিনি।
বিচারপতি ললিতের পর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court.) প্রধান বিচারপতি নিযু্ক্ত হন। বম্বে হাইকোর্টে (Bombay High Court) ওকালতি করেছেন দীর্ঘদিন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। প্রধান বিচারপতি নিযুক্ত হলে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে থাকতে পারবেন তিনি। প্রসঙ্গত, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালে থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি ওয়াই ভি চন্দ্রচূড়।