জলের মতো টাকা খরচ! বকেয়া DA মামলায় বড় বদল আনছেন সরকারি কর্মীরা? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার (DA Arrear Case) শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে (Supreme Court) এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

  • বকেয়া ডিএ মামলা (DA Arrear Case) নিয়ে নয়া খবর!

রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ মামলা উঠতে পারে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা মনে করছেন, আগামী ৭ জানুয়ারি সংশ্লিষ্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগেই ভিডিও বার্তায় ডিএ মামলার ‘সেনাপতি’ বদল নিয়ে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায়।

সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের হয়ে যে আইনজীবী বকেয়া ডিএ মামলা (DA Arrear Case) লড়ছেন তাঁকে কি বদল করা হবে? ভিডিও বার্তায় এই প্রশ্নের জবাব দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ লাগাতার ২ দিন…! আরজি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ! আদালতে যা জানালেন…

মলয়বাবু বলেন, ‘অনেকেই বলছেন অমুক আইনজীবীকে নিন। অনেকেই বলছেন যে আমরা এই মামলা যাদের মাধ্যমে করেছি, তাঁরা কিছু করতে পারবেন না। দেখুন, বিষয়টা সেটা নয়। মামলা সরকার সেখানে নিয়ে গিয়েছে। সরকারের বক্তব্য শোনার পর আদালত আমাদের বক্তব্য শুনবে। এখন তো আদালত আমাদের বক্তব্য শুনছেই না’।

DA arrear case Supreme Court

রাজ্য সরকারি কর্মীদের উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সরকারের (Government of West Bengal) বক্তব্য শোনার পর রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য শুনলে তা ১ থেকে ৩টি শুনানির মধ্যে হতে পারে। এখনই সেটা নির্দিষ্ট করে বলা যাবে না বলে জানান তিনি।

একইসঙ্গে মলয়বাবু স্পষ্ট করে দেন, শীর্ষ আদালতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা (DA Arrear Case) যে আইনজীবীরা লড়ছেন, তাঁরাই লড়বেন। কোনও পরিবর্তন করা হবে না। তাঁর কথায়, ‘যে আইনজীবীরা আমাদের মামলা চালাচ্ছিলেন, তাঁরাই চালাবেন। আমরা বদল করব না। সেই পরিবর্তন আনার মতো আমাদের ক্ষমতাও নেই। এতদিন যারা মামলাটা চালিয়ে এলেন, তাঁদের পরিবর্তে অন্য কোনও আইনজীবী আমরা নিয়োগ করব না। আমাদের তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে। আপনারা সেটা নিশ্চয়ই জানেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর