বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর শেষ হতে চললেও কোনও আপডেট নেই। ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে দীর্ঘ টালবাহানা চলছে রাজ্যে। এদিকে সপ্তম পে কমিশনের দাবি নিয়ে সরব হচ্ছে সরকারি কর্মীদের সংগঠনগুলি। এ তো গেল বাংলার কথা। এবার আসি কেন্দ্রে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা শীঘ্রই বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। তবে সেখানেও রয়েছে খারাপ খবর।
ফের ডিএ বাড়বে, তবে সামান্যই! (Dearness Allowance)
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শোনা যাচ্ছে এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাত্র ২ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াতে পারে ৬০ শতাংশ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সত্যিই যদি মাত্র ২ শতাংশ বৃদ্ধি পায় তাহলে তা হবে বিগত সাত বছরের মধ্যে সবথেকে কম। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসবে৷
২০২৬ সালের জানুয়ারির ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশন মেয়াদের বাইরে প্রথম ডিএ বৃদ্ধি হতে চলেছে। উল্লেখ্য, দশ বছর কাটিয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফের আসবে অষ্টম পে কমিশন। অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বড়সড় স্বস্তিতে রাজ্য সরকার ও SSC, চাকরিহারা শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
এখানে বলে রাখা ভালো, অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে, টার্ম অব রেফারেন্সে (টিওআর) সেবিষয়ে স্পষ্ট জানা যায়নি। মনে করা হচ্ছে, অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা ২০২৬ এ পাবেন না। তা পেতে পেতে ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের প্রথম দিকে হয়ে যেতে পারে।












