বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি কেন্দ্র সরকারি (Government Employees) কর্মীদের বিরাট সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ফের একদফায় ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে কেন্দ্রের কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ শতাংশ। আর কেন্দ্রের পর এবার লাইনে একের পর এক রাজ্য।
একদিন আগেই উত্তরপ্রদেশ সরকার রাজ্যের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। আর এবার কর্ণাটক সরকার রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে রাখি সে রাজ্যের সরকার ডিএ ৩৮.৭৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪২.৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। যখন লোকসভা ভোট একদম দোরগোড়ায়, সেই সময় কর্ণাটক সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্রের মোদী সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরই যখন একের পর এক রাজ্য গুলিও নিজেদের কর্মীদের ডিএ বাড়াচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন। গত ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা সরকার।
বাজেট পেশের দিনই আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। তবে স্বাভাবিকভাবেই এই ডিএ পেয়ে খুশি নন রাজ্যের সরকারি কর্মীদের অধিকাংশ।
আরও পড়ুন: তারকা ক্রিকেটার থেকে দুঁদে রাজনীতিবিদ! লোকসভায় বঙ্গ BJP-র দ্বিতীয় তালিকায় বিরাট চমক
অঙ্কের হিসেবে রাজ্যের সাথে কেন্দ্রের ডিএ-র ফারাক এখন ৩৬ শতাংশ। যা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ডিএ আন্দোলকারীরা। এরপর কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের জন্য তারা মমতা সরকারের বিরুদ্ধে আরও জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।