বকেয়া DA না দিতে না পারলে নিজেদের দেউলিয়া ঘোষণা করুক রাজ্য! উঠল জোরালো দাবি

Published on:

Published on:

dearness allowance(5)

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে ক্রমশই সুর চড়াচ্ছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেয়নি এখনও। এই ইসুতেই এবার সরব হলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

বকেয়া DA মামলায় চাপে রাজ্য সরকার | Dearness Allowance

মলয়বাবু বলেছেন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ না দিতে না পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক। রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজ্য যদি বকেয়া ডিএ মেটানোর টাকা জোগাড়ই করতে না পারে, তাহলে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিক।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। গত ১৬ই মে, ২০২৫-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ২৫% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। গত ২৭ জুনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য।

রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে ডিএ মামলার পরবর্তী শুনানি ৪ অগস্ট। বর্তমানে সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন সেই দিকে।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাই কোর্টে তৃণমূল নেতা! অভিষেকের নির্দেশে বহিষ্কার দল থেকে

এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আগামী সোমবার ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। সংগ্ৰামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা একজোটে সেই অভিযানে সামিল হতে চলেছেন।