আদালতে ভুল তথ্য দিয়েছে রাজ্য সরকার? DA মামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে

Published on:

Published on:

Dearness Allowance(7)

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৪ অগস্ট। বর্তমানে সেই দিনের অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। এরই মধ্যে বড় আপডেট সামনে আসছে। সূত্রের খবর, আগামী রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে দেশের এক প্রখ্যাত আইনজীবীর গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। বৈঠকে ডিএ মামলার পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর।

ডিএ ইস্যু, নবান্ন অভিযান, জোড়া চাপে রাজ্য | Dearness Allowance

সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। এই আবহে কোমর বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে এই বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর কনফারেন্স কলের মাধ্যমে হবে সংগ্রামী যৌথ মঞ্চের ওই বৈঠক। যেখানে মঞ্চের অন্যান্য আইনজীবীরাও উপস্থিত থাকবেন।

এদিকে একদিকে যখন ডিএ মামলা নিয়েও নিজের পায়ের তলার জমি শক্ত করতে চাইছেন সরকারি কর্মীরা, অন্যদিকে ডিএ সহ একাধিক দাবি জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা নবান্ন অভিযান নিয়েও উত্তেজনা চরমে রয়েছে। এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের অভিযোগ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার তরফে কলকাতা হাইকোর্টে তাদের নবান্ন অভিযান সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে।

ভাস্করবাবুর দাবি, এই অভিযান ২৮শে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ভাস্করবাবুর দাবি, সংগ্রামী যৌথ মঞ্চের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না সেই মামলার শুনানিতে। তাদের কোনো নোটিশই দেওয়া হয়নি, তবে আদালতে সরকার দাবি করেছে যে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: রেহাই নেই রবিতেও, ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ৬ জেলায়, কতদিন চলবে দুর্যোগ?

তাঁর অভিযোগ, আদালতে যে ইমেল আইডিতে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে, সেটিও ভুল ছিল। যৌথ মঞ্চের সদস্যদের ধারণা, পুলিশ এবং সরকার ভুল তথ্য দিয়ে নিজেরদের হকের দাবিতে তাদের ডাক দেওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে। আদালতে রাজ্যের ভুল তথ্য উপস্থাপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মঞ্চ।