আর আফসোস নয়! এবার অনেকটাই DA বাড়বে সরকারি কর্মীদের, পুজোর মধ্যেই আসবে সুখবর?

Published on:

Published on:

dearness allowance (7)

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে টালবাহানা অব্যাহত। এদিকে কেন্দ্রীয় সরকার ফের একবার ডিএ বৃদ্ধি করার পথে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধি হবে। যা সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে।

সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগেই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে ডিএ বাড়বে।

dearness allowance

কবে DA বৃদ্ধি পাবে? Dearness Allowance

এবার দীপাবলি পড়েছে ২০ অক্টোবর। তার আগে সরকার ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করে। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়।

নিয়ম করে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হয় ডিএ। কর্মীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতন হাতে পান। ডিএ বৃদ্ধি করে এবারেও দীপাবলির উপহার দিতে পারে সরকার।

dearness allowance(19)

আরও পড়ুন: ‘যোগ্য’ চাকরিহারাদের দাবিই মানা হল! পিছোচ্ছে এসএসসির পরীক্ষা? সামনে নয়া আপডেট

শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর উপর ভিত্তি করে DA গণনা হয়। বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। ৪% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। এর আগে বছরের শুরুতে মাত্র ২% হারে ডিএ বৃদ্ধি পেয়েছিল। যা নিয়ে কিছুটা হতাশ ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে যদি ৩%-৪% ডিএ বৃদ্ধি অনুমোদন করে, তাহলে ডিএ ৫৮-৫৯ শতাংশে পৌঁছে যেতে পারে।