জিতে গেলেন রাজ্য সরকারি কর্মীরা! ৬ মাসের মধ্যে মেটাতে হবে সমস্ত বকেয়া, DA নিয়ে বিরাট রায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ (DA) এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (West Bengal State Government Workers)। কলকাতা হাইকোর্টে জয়ের পরও মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে এখনও মেলেনি সুরাহা। সেই ঝুলেই রয়েছে সরকারি কর্মীদের ভাগ্য। এই আবহেই বকেয়া বেতন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলাতেই বড় রায় দিল আদালত।

আগামী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন, ডিএ সহ সকল ভাতা মেটাতে হবে। ঠিকই এমনই নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Bombay High Court)। ন্যায্য বেতনের দাবি তুলে হাইকোর্টে মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল এক সরকারি সংস্থা। কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না।

এই বিষয়ে নোটিস ইস্যু করে কারণ দেখানো হয়েছিল, যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না। গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের এহেন কাণ্ডে রীতিমতো শোরগোল। ন্যায্য বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন। এরপর সংস্থাটি ২০২৩ সালের ২১ জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায়, যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন, পেনশন দেওয়া হবে না।

সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে সরেও আসেন। তবে সকলে পিছু হটেন নি। তবে অনেকেই তারপরেও মামলা চালিয়ে যাচ্ছিলেন। আর সেই মামলাতেই এবার উল্লেখযোগ্য রায় দিয়েছে মুম্বই হাইকোর্ট। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, কর্মচারীদের মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করেছে সংস্থা।

da hike

আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে! খাস কলকাতার একই জায়গায় ১৪টি বেআইনি নির্মাণ! কড়া নির্দেশ জাস্টিস সিনহার

বিচারপতিদের কথায়, কর্মচারীরা সংস্থার বেতন বা অন্য কোন‌ও বিষয়ে অসন্তুষ্ট হলে আদালতে যেতেই পারেন। এটা তাদের মৌলিক অধিকার। তবে মৌলিক অধিকারে একটি সরকারি সংস্থার এমন হস্তক্ষেপ অবাঞ্চিত। আদালতের রায়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তদের সপ্তম বেতন কমিশনের হারে বেতন ও মহার্ঘ ভাতা প্রদান করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। আগামী ৬ মাসের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X