দীপাবলির আগেই DA ঢুকে যাবে অ্যাকাউন্টে? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসছে

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়বে বলে জল্পনা চলছে। শোনা যাচ্ছে ৫% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্যের সরকারি কর্মীদের। যদিও এই বিষয়ে এখনও সরকারি তরফে কোনও আপডেট মেলেনি। সবটাই জল্পনা মাত্র। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কনফার্ম সুখবর আসছে দীপাবলির আগেই। এমনটাই আপডেট মিলছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কতটা বাড়বে ডিএ? Dearness Allowance

রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees ) ও পেনশনভোগীদের (Pension) জন্য সুখবর আসতে পারে দীপাবলির আগেই। ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যার ফলে ১ কোটি ২০ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের উপকৃত হবেন।

খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধি হবে। যা সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। শোনা যাচ্ছে, দীপাবলির আগেই সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। তাহলে উৎসবের মরসুমে হাত খুলে খরচা করতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা।

কবে DA বৃদ্ধি পাবে? Dearness Allowance

২০২৫ সালে দীপাবলি পড়েছে ২০ অক্টোবর। তার আগে সরকার ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর উপর ভিত্তি করে DA গণনা হয়। বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। ৪% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে মুদ্রাস্ফীতি বিবেচনা করে ৩% বৃদ্ধি পেতে পারে। ৩ শতাংশ বাড়লে সরকারি কর্মীদের ডিএ হবে ৫৮%।

dearness allowance

আরও পড়ুন: আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা! রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর জানুন

উল্লেখ্য, সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করে। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়। জানুয়ারি ও জুলাইতে। এবারের নতুন ডিএ-র হার ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হয় ডিএ। কর্মীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতন হাতে পাবেন।