বকেয়া DA নিয়ে খারাপ খবর! আর মিলবে না মহার্ঘ ভাতা? সরকারি কর্মচারীদের জানিয়ে দিল সরকার

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্কঃ খুব শীঘ্রই ফের একবার ডিএ (Dearness Allowance) বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees)। এদিকে ২০২৬ থেকে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন। সবমিলিয়ে সোনায় সোহাগা। এরই মধ্যে কোভিড-১৯ মহামারী চলাকালীন থমকে যাওয়া ১৮ মাসের বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) নিয়ে বড় আপডেট সামনে আসছে।

মহামারীকালীন স্থগিত থাকা ডিএ মিলবে? Dearness Allowance

সকলেরই মনে প্রশ্ন, কেন্দ্র সরকার কি ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) মিটিয়ে করবে? কবে তা হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা? সম্প্রতি লোকসভায় এই প্রশ্নের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সাংসদ আনন্দ ভাদোরিয়ার করা প্রশ্নের জবাবে সরকার ১১ অগস্ট লোকসভায় আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেন।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায়, কোভিড-১৯ মহামারী চলাকালীন বন্ধ থাকা ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণের (DR) বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন না। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “কোভিডের কারণে অর্থনৈতিক ক্ষতি এবং অতিরিক্ত কল্যাণ ব্যয়ের কারণে বিলম্বিত ডিএ/ডিআর পরিমাণ পরিশোধের কোনও সুযোগ বাজেটে নেই।”

কেন্দ্রের জবাব, “২০২০ সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকারের গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়নের আর্থিক বোঝা ২০২০-২১ অর্থবছরের তুলনায় অধিক ছিল। সুতরাং ডিএ/ডিআর বকেয়া পরিশোধ সম্ভব বলে বিবেচনা করা হয়নি।”

dearness allowance

আরও পড়ুন: তৈরী হয়ে গেল নিম্নচাপ, ফের টানা ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়ার খবর

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কোভিডকালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১ জানুয়ারি, ২০২০, ১ জুলাই, ২০২০ এবং ১ জানুয়ারি, ২০২১ থেকে প্রদেয় ডিএ ডিআর-এর তিনটি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সরকারি আর্থিক চাপ কমানো সম্ভব হয়।” একদিকে যখন ডিএ ও নয়া পে কমিশন নিয়ে সুখবর আসছে, সেই সময় সরকারি কর্মীরা বকেয়া ডিএ নিয়ে পেলেন খারাপ খবর।