সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানির আগে শেষ মুহূর্তে বড় পরিবর্তন

Published on:

Published on:

dearness allowance(9)

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর একটা দিন। আগামী ৪ অগস্ট সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা (Dearness Allowance) শুনানির জন্য উঠতে চলেছে। গোটা রাজ্যের সরকারি কর্মীদের নজর এখন সেদিকে। কিছুদিন আগে শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। আগে শোনা গিয়েছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলাটির (DA Case) শুনানি হবে। তবে শেষ মুহূর্তে সেই তালিকায় কিছু পরিবর্তন এসেছে বলে খবর।

dearnress allownce 87

৪-এ সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলা | Dearness Allowance

জানা যাচ্ছে, ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। সেই বেঞ্চে বিচারপতি সঞ্জয় কারোল রয়েছেন। তবে বিচারপতি সন্দীপ মেহতার বদলে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই মামলার শুনানির সঙ্গে যুক্ত হয়েছেন। উল্লেখ্য, জাস্টিস মিশ্র এর আগে এই ডিএ মামলার দুটি শুনানি শুনেছিলেন।

জানিয়ে রাখি, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে বিচারপতি হৃষিকেশ রায়ের সাথে এই মামলায় অংশ নিয়েছিলেন। জানা যাচ্ছে, সোমবার ডিএ মামলার ক্রমিক নম্বর ১৩। প্রথমদিকেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। ৪ তারিখ দুপুর ১২টার মধ্যে এই মামলার শুনানি জন্য উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Supreme Court

আরও পড়ুন: ‘ইদ কমিটিতে আমাদের ১ লক্ষ ১০ তো দূর, ১০ টাকাও দেয়নি’, মমতা দুর্গাপুজোর অনুদান বাড়াতেই বোমা ফাটালেন ত্বহা সিদ্দিকি

এর সঙ্গে আদালত অবমাননার মামলার শুনানিও রয়েছে। উল্লেখ্য, শেষ শুনানিতে ৪ঠা অগস্ট, ২০২৫-এর জন্য মামলাটি “টপ অফ দ্য বোর্ড” হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। এই আবহে কোমর বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের আশা আগামী শুনানিতে তাঁদের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত। এবার ডিএ মামলা কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।