মা কালীর কৃপা! DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর মধ্যেই বিরাট সুখবর। দীপাবলির (Diwali) একদিন আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড় আপডেট সামনে চলে এল। বহুদিন অপেক্ষার পর উৎসবের আবহে এবার ডিএ হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এমনটাই ইঙ্গিত মিলেছে। অর্থাৎ শীঘ্রই মুখে হাসি ফুটতে চলেছে রাজ্য সরকারী কর্মীদের।

প্রসঙ্গত, অক্টোবর মাসেই কেন্দ্রীয় সরকার নিজের কর্মচারীদের ৪% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে। আগে ৪২ % করে ডিএ পেতেন কেন্দ্র সরকারি কর্মীরা। তবে অক্টোবর মাসেই তা বেড়ে হয় ৪৬%. আর এবার দীপাবলির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে ছত্তিশগড় সরকার।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট কী লিখেছেন, “‘আমরা রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে চাই। এ জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ অনুমতি চাওয়া হয়েছে।“

da hike v

আরও পড়ুন: কালীপুজোয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়? বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর

প্রসঙ্গত, চলতি বছরে ইতিমধ্যেই দুবার মহার্ঘ ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকার। প্রথমবার পাঁচ শতাংশ ও পরের বার চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আর এবার তৃতীয় বারের জন্য মহার্ঘ ভাতা বাড়াতে চাইছে রাজ্য সরকার।

আরও পড়ুন: আগামী বছর ৪৫ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, সরকারি দফতর, লিস্ট দেখে খুশিতে আত্মহারা সকলে

বর্তমানে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হচ্ছে। গত ৭ নভেম্বর রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। আর ভোটগণনা হবে ডিসেম্বরের ৩ তারিখ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর