বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মাঝেই বড় চমক কেন্দ্রীয় সরকারের। একধাক্কায় বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA Hike)। বুধবার এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরও ৩ শতাংশ বেড়েছে কর্মচারীদের ডিএ। কবে থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ (DA Hike)?
ডিএ (DA Hike) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
এই নিয়ে চলতি বছরে দুবার ডিএ বৃদ্ধি পেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত মার্চ মাস থেকে ২ শতাংশ হারে বর্ধিত ডিএ কার্যকর হয়। বর্তমানে ৫৫ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (DA Hike) পান কেন্দ্রের কর্মচারীরা। তবে এবার আরও ৩ শতাংশ ডিএ বাড়ানোয় মোট ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মচারীরা। জুলাই মাস থেকেই বর্ধিত হারে ডিএ (DA Hike) মিলবে বলে জানা যাচ্ছে।

কবে থেকে কার্যকর হবে ডিএ: উল্লেখ্য, বছরে দুবার ডিএ (DA Hike) বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মূলত জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ পেয়ে থাকেন তারা। যেমনটা জানা যাচ্ছে, জুলাই মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাই গত তিন মাসের ভাতা (DA Hike) একসঙ্গে অক্টোবর মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা পাবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দেশের মোট ১.২ কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও নতুন বর্ধিত ডিএ-র (DA Hike) সুবিধা পাবেন।
আরও পড়ুন : এক বছরের ব্যবধানে জমা পড়েছে ৪ লক্ষ অভিযোগ! পানীয় জল থেকে যাত্রী সুরক্ষা, ফের কাঠগড়ায় রেল
কীভাবে গণনা হয় ডিএ: উল্লেখ্য, ভোক্তা মূল্য সূচক অর্থাৎ সিপিআই এর উপরে ভিত্তি করেই ডিএ বৃদ্ধির হিসাব করে কেন্দ্র। অষ্টম বেতন কমিশনের ঘোষণা কেন্দ্র করলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। সপ্তম বেতন কমিশনের আওতায় এটাই কেন্দ্রীয় সরকারের শেষ ডিএ (DA Hike) বৃদ্ধি। ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ।
আরও পড়ুন : নবমী মানেই মটন, ঠিক কোন সময়ে দই দেওয়া উচিত মাংস রান্নায়? রইল এক্সপার্ট টিপস
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন পরপর ডিএ বৃদ্ধির সুবিধা ভোগ করছেন তখন রাজ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ মেটানোর এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় হারে ভাতা না মেলায় বঞ্চিত হচ্ছেন তারা। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছে, সরকারি কর্মচারীদের বঞ্চিত করা হয় না। বরং রাজ্যের সামর্থ্য মতো ডিএ দেওয়া হয়ে থাকে। এর মাঝেই আবারও কেন্দ্রের ডিএ বৃদ্ধির জেরে রাজ্যের সঙ্গে ব্যবধান বাড়ল আরও।












