DA বাবদ কমপক্ষে ২ লক্ষ টাকা পাবেন গ্রুপ-ডি কর্মীরা! রাজ্যের ভরসা সুপ্রিম কোর্ট

বাংলাহান্ট ডেস্ক: DA বা মহার্ঘ ভাতা মামলায় বড় ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাই কোর্টে এই মামলায় জয় হল সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা আইনত মৌলিক অধিকার বলে ঘোষণা করা হল। আর তার ফলেই আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্যাট-এর রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্ট।

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির নিজস্ব হিসাব বলছে, নবান্ন এখনই যদি তা কার্যকর করে তাহলে গ্রুড-ডি কর্মীরা বকেয়া ডিএ বাবদ মাথাপিছু কম করে ২ লক্ষ টাকা পাবেন। কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে, এই ফর্মুলায় গ্রুপ-সি কর্মীরা কমপক্ষে প্রায় পৌনে ৩ লক্ষ টাকা মাথাপিছু পেতে পারেন। প্রাপ্য বকেয়ার পরিমাণ সাড়ে ৪ লক্ষ টাকা দাঁড়াতে পারে। সূত্রের খবর অনুযায়ী, বর্তমান কর্মচারী এবং ২০০৯ সালের জুলাই মাসের পর থেকে এ পর্যন্ত অবসর নেওয়া কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে এই রায়। এ ছাড়া, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভা এবং আধা সরকারি সংস্থার কর্মচারীরা এর আওতায় আসবেন। সব মিলিয়ে সংখ্যাটি ৮ লক্ষের কাছাকাছি হবে।

এদিকে, DA প্রাপ্তির কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াই কোথাও একটা আইনি দিশা পেল, এমনই বলছে বিভিন্ন মহল। জানা গিয়েছে, ধাক্কা সামলাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে ধরে নিচ্ছে মামলাকারী কর্মী সংগঠনটি। তাই সুপ্রিম কোর্টে আজই তারা ক্যাভিয়েট করছে। যাতে রাজ্য সরকার ডিএ নিয়ে একতরফা কোনও রায় আদায় করে নিতে না পারে। মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষে মলয় মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রর বক্তব্য, “ইতিমধ্যে সাড়ে পাঁচ বছর এই মামলা নিয়ে রাজ্য সরকার ঘোরাচ্ছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলিয়ে পাঁচবার রিভিউ পিটিশন করেছে। ফলে আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। আজই যাচ্ছি সুপ্রিম কোর্টে।”

প্রায় সাড়ে পাঁচ বছর কেটে গিয়েছে এই মামলায়। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের দ্বিতীয় রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরও মামলাকারী সংগঠন মনে করছে আইনের লড়াই আরও দীর্ঘায়িত করতে পারে নবান্ন। সেই কারণে তারাও তৈরি হয়ে আছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর