এগিয়ে এল দিনক্ষণ? সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার পরবর্তী শুনানি কবে? জানুন

Published on:

Published on:

dearness allowance(12)

বাংলা হান্ট ডেস্কঃ টানা তিন দিন পরপর হল শুনানি, তবে এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার জট খোলেনি এখনও। ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় বহুদিন পর নয়া মোড় নিয়েছিল বকেয়া ডিএ মামলা। তবে পাল্টা রাজ্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের দরবারে গিয়েছে।

ডিএ কী মিলবে? নিজেরদের অবস্থানে অনড় দুই পক্ষই | Dearness Allowance

সুপ্রিম সময়সীমা শেষ হলেও পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ দেয়নি রাজ্য সরকার। যা আদালত অবমাননার সামিল। কেন ডিএ মেটানো হয়নি? ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। যদিও ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার বলে মানে নি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও একই প্রসঙ্গ উঠে আসে।

রাজ্যের আইনজীবী বলেন, ‘সরকার ডিএ দেওয়ার আগে মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করে অন্যান্য বাজেটারি বিষয়ও মাথায় রেখে তবেই সিদ্ধান্ত নিচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের নীতি আলাদা। রাজ্যের নীতি ভিন্ন। রাজ্যের পূর্ণ অধিকার আছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার।’  যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ‘নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে।’ এর আগে কিছু অন্তত ডিএ মিটিয়ে দেওয়ার কথাও বলে সুপ্রিম কোর্ট।

dearness allowance

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, যতই ব্যারিকেড থাক নবান্ন অভিযান হবেই’, কড়া নজরদারি কলকাতায়

উল্লেখ্য, এর রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সরকার কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দিতে নারাজ। এদিকে সরকারি কর্মীরাও নিজেদের দাবিতে অনড়। এখানে জানিয়ে রাখি, আগামী মঙ্গলবার দুপুর ২টোয় ফের মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালত। সেই দিন সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্তে আসে কী না সেই দিকে নজর রয়েছে সকলের।