জুটল বাঙালি বিরোধী তকমা”, দক্ষিণেশ্বরে শাহের সাংবাদিক বৈঠক নিয়ে গুরুতর অভিযোগ দেবাংশুর

বাংলা হান্ট ডেস্ক : অমিত শাহর (Amit Shah) সফর নিয়ে বিস্ফোরক তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সাংবাদিকদের শুভ নববর্ষের শুভেচ্ছা এড়িয়ে যেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন যুব তৃণমূল নেতা। নিজের টুইটার হ্যাণ্ডল থেকে একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন দেবাংশু।

শেয়ার করা ওই ভিডিওতে দেবাংশু লেখেন, ‘দক্ষিণেশ্বরের পূণ্যভূমি থেকে নিজের রাজনৈতিক বক্তব্য রাখলেন অমিত শাহ! কিন্তু, যখন একজন সাংবাদিক পয়লা বৈশাখ নিয়ে শুভেচ্ছা জানাতে বললেন, গটগট করে হাঁটা লাগালেন! পাশে থাকা বাঙালি নেতারাও একবারও ডেকে দিলেন না! এরা যে বাংলার সংস্কৃতি বোঝেনা, তার কি আর কোনো প্রমাণ প্রয়োজন আছে?

   

এর আগে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা-মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে অভিযোগের সুর। শুক্রবার অনুব্রতগড়ে দাঁড়িয়ে সেই অভিযোগ কার্যত নস্যাৎ করলেন অমিত শাহ। পরিবর্তে বাংলার উন্নতিতে কেন্দ্রীয় সরকারের অবদানের খতিয়ান তুলে ধরেন। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘হিটলার’ বলে কটাক্ষ করেন। বাংলার সরকারকে উৎখাতের ডাক দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নয়। তাঁর একমাত্র লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চান তিনি।’ তবে সাধারণ মানুষ ভোটবাক্সে তাঁকে ‘যোগ্য’ জবাব দেবেন বলেই আশাবাদী শাহ। আবারও নরেন্দ্র মোদিই  প্রধানমন্ত্রী হবেন বলেই আত্মবিশ্বাসী তিনি।

অপরদিকে, রাজনীতিতে তাঁরা একে অপরের প্রতিপক্ষ হলেও ভক্তিতে মিলে গেলেন দু’জনেই। নববর্ষের প্রাক্কালে, শুক্রবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়, আর এক ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সময়ে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছয় অমিত শাহের কনভয়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর