বাংলাহান্ট ডেস্ক: পূর্ববঙ্গ না পশ্চিমবঙ্গ, ইলিশ না চিংড়ি, ঘটি না বাঙাল, ইস্টবেঙ্গল না মোহনবাগান? এই দ্বন্ধ চিরকালের। সেই কফি হাউস থেকে হালের সিসিডি, এখনও ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রসঙ্গ উঠলে চায়ের কাপে তুফান উঠবেই। দুই দলের ডার্বি থাকলে এক দল বলে আমায় দেখ, অপর দল বলে আমায় দেখ। ফের এই ডার্বিরই মজা উপভোগ করতে তৈরি হোন। তবে খেলার মাঠে নয়, দাদাগিরির মঞ্চে।
এই শনিবার দাদা সৌরভ গাঙ্গুলী নিয়ে আসছেন দাদগিরি ইস্টবেঙ্গল মোহনবাগান বিশেষ পর্ব। এই মঞ্চে শেষ পর্যন্ত কে জেতে তা তো সময়ই বলবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পর্বের কিছু ঝলক।
ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলতে নামবেন এই দলের আর্কাইভ বিভাগের কর্মী পারিজাত মৈত্র। খেলবেন শুভেচ্ছা বাগচি, অর্ণব বাগচি। মোহনবাগানের হয়ে অংশগ্রহণ করবেন দলের আজীবন সদস্য সৈকত বাগচি, মধুরিমা গোস্বামী, উৎসব মুখার্জি।
https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/1453033131502135/
এই বিশেষ পর্বে কোনও এলিমিনেশন থাকবে না। তবে খেলার নিয়ম অনুযায়ী, শেষ পর্যন্ত কোনও এক দলের হাতেই উঠবে বিজেতার পুরষ্কার। পাশাপাশি খেলার মাঝে পুরো পর্ব জুড়েই থাকবে দুই দলেরই নানা অজানা তথ্য। খোদ সৌরভ গাঙ্গুলী নিজে কোন দলের সমর্থক, সেই উত্তরও পেতে পারেন এই পর্বে। প্রসঙ্গত, দাদাগিরির এই সিজন বেশ জনপ্রিয়তা পেয়েছে। টিআরপিও বেড়েছে আগের তুলনায়। প্রতিটি পর্বই প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে। তবে সম্প্রতি একটি পর্বে অলৌকিক বিষয় নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে দাদাগিরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বলা হয় যে দাদাগিরির মঞ্চ থেকে অবৈজ্ঞানিক বিষয় প্রচার করে মানুষের মনে কুসংষ্কারের প্রবেশ ঘটানো হচ্ছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি দাদাগিরি কর্তৃপক্ষ।