দিনে আয় ২০০ টাকারও কম, ৩.৫ কোটির জিএসটি নোটিশ দেখে মাথায় হাত দিনমজুরের

বাংলা হান্ট ডেস্ক: ঝাড়খণ্ডের  সিংভুম জেলার ছোট্ট রায়পাহাড়ি গ্রামে বাস লাদুন মুর্মুর । সরকারি প্রকল্পে দিনমজুরের কাজ করেন। দিনে আয় ১৯৮ টাকা। হত দরিদ্র সেই দিনমজুরই পেল ৩.৫ কোটির জিএসটি ফাঁকি দেওয়ার আইনি নোটিশ। আর সেই দিনমজুরকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে হাজির পুলিশ। কিন্তু হত দরিদ্র লাদুনের অবস্থা দেখে শেষপর্যন্ত তদন্তে নেমে ব্যপক জালিয়াতির খোঁজ পেল ঝাড়খণ্ড পুলিশ।

জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে সম্প্রতি ৪৮ বছরের লাদুন মুর্মুর নামে এফআইআর দায়ের করে আয়কর দফতর। সেই মতো লাদুনকে গ্রেফতার করতে তাঁর গ্রামে যায় পুলিশ। সেখানে গিয়ে লাদুনের অবস্থা দেখে থতমত অবস্থা পুলিশেরও। এদিকে পুলিশের খাতায় লাদুনের পরিচয় সে এমএস স্টিল নামে এক কোম্পানির মালিক! লাদুন নিজে পুলিশকে জানায় দিনে ১৯৮ টাকা উপার্জন করে ঠিক মতো সংসার চলে না তাঁর। আর সে হবে কোটিপতি সংস্থার মালিক!

আর এরপরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে লাদুনের আধার কার্ড ও প্যান কার্ড ব্যবহার করে কেউ একটি ভুয়ো কোম্পানি খুলেছিল। ইনকাম ত্যাক্স অফিসার সন্তোষ কুমার জানান, ২০১৮-১৯ অর্থবর্ষের নভেম্বর-ডিসেম্বর মাসে সেই ভুয়ো কোম্পানি ত্রিনেত্র ট্রেডার্স, ওঙ্কার ট্রেডার্স, সিধুজা স্টিল সহ একাধিক কোম্পানির সঙ্গে ৫.৫৮ কোটি টাকার অনলাইন লেনদেন করেছিল।

সব মিলিয়ে এমএস স্টিল নামে ওই কোম্পানির ৩.৫ কোটি টাকা জিএসটি বকেয়া ছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও তা জমা না দেওয়ায় কোম্পানির এমডি লাদুন মুর্মুর নামে এফআইআর দায়ের করে আয়কর দফতর।


সম্পর্কিত খবর