ইসলাম অথবা ইসাই ধর্ম আপন করে নেওয়া দলিতরা পাবেনা কোনও সংরক্ষণ! ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় তফসিলি জাতিকে নিয়ে বড় বয়ান দেন। উনি বলেন, ইসলাম আর ইসাই ধর্ম আপন করে নেওয়া দলিতদের সংরক্ষণ দেওয়া হবে না। এর পাশাপাশি উনি এও বলেন যে, এঁরা তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচনেও লড়তে পারবেন না।

ভারতীয় জনতা পার্টির সদস্য জিবিএল নরসিমহা রাও আইন মন্ত্রীকে অন্য ধর্ম নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে রবিশঙ্কর প্রসাদ বলেন, যেসব তফসিলি জাতীর মানুষ হিন্দু, বৌদ্ধ আর শিখ ধর্ম আপন করেছেন তাঁরা তফসিলি জাতীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচনে লড়তে পারবেন। এর পাশাপাশি তাঁরা সংরক্ষণের সমস্ত সুবিধাও পাবেন।

আইন মন্ত্রী সংবিধানের তিন নম্বর প্যারার প্রসঙ্গ তুলে ধরেন। উনি বলেন, সংবিধানের তিন নম্বর প্যারা অনুযায়ী কোনও যদি ব্যক্তি হিন্দু, শিখ অথবা বৌদ্ধ ছাড়া অন্য কোনও ধর্ম আপন করে নিলে তাঁদের তফসিলি জাতীর বলে মানা হবে না। এর সাথে সাথে উনি এও স্পষ্ট করে দেন যে, প্রতিনিধিত্ব আইনে সংশোধন নিয়ে কোনও প্রস্তাব আনা হয়নি।

২০১৫ সালে আদালত বলেছিল যে, কেউ একবার হিন্দু ধর্ম ছেড়ে ইসাই ধর্ম আপন করে নেওয়ার পর যদি সে আর্থিক অথবা সামাজিক সমস্যার মধ্যে পড়ে, তাহলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও দরকার নেই। কারণ সে তখন আর তফিসিলি সম্প্রদায়ভুক্ত মানুষ থাকেনা। এর পাশাপাশি প্রসাদ এটাও পরিস্কার করে দেন যে, ইসলাম আর ইসাই ধর্ম আপন করে নেওয়া দলিত আর হিন্দু ধর্ম পালন করা দলিতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে।

X