হিন্দি গানে জমিয়ে নাচ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানীর! ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা যা বললেন….

Published on:

Published on:

Dance Video of Krishna Kalyani goes viral.

বাংলা হান্ট ডেস্ক: পারিবারিক অনুষ্ঠানে জমিয়ে নাচ। আর সেই ভিডিওই হল ভাইরাল। তারপরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বলিউডের একের পর এক জনপ্রিয় সিনেমার কিশোর কুমার থেকে শুরু করে মোহাম্মদ রফির মতো কিংবদন্তি গায়কদের গানে পা মেলাতে দেখা গেল তাঁকে।

পারিবারিক অনুষ্ঠানে জমিয়ে নাচ কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani):

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে নাচে-গানে মেতে ওঠেন তৃণমূল বিধায়ক (Krishna Kalyani)। “সীতা অর গীতা” থেকে শুরু করে “তিসরি মঞ্জিল”-এর মতো বলিউডের জনপ্রিয় সিনেমার গানে নাচতে দেখা যায় কৃষ্ণ কল্যাণীকে। এদিকে, এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচনার সম্মুখীন হয়েছেন তৃণমূল বিধায়ক।

Dance Video of Krishna Kalyani goes viral.

শুধু তাই নয়, রাজ্যের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি হিসেবে কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) এই স্বতঃস্ফূর্ত নাচ তীব্র সমালোচিত হয়েছে। ভাইরাল ভিডিওটি পরিলক্ষিত করে কিছুজন নেটমাধ্যমে প্রতিক্রিয়ার মাধ্যমে জানিয়েছেন, “একদিকে বাংলার মানুষ বেকারত্বের জ্বালায় জ্বলছে, অন্যদিকে এরা ফুর্তি করছে। আবার একজন নেটাগরিক কমেন্ট করেছেন “এটাই উন্নয়ন, তাও বুঝবে না রায়গঞ্জবাসী”।

আরও পড়ুন: বাংলায় রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কত? জেলাভিত্তিক তথ্য সামনে আনলেন শুভেন্দু

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে প্রবেশ করেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। তবে, তাঁর রাজনীতিতে হাতেখড়ি ঘটে গেরুয়া শিবিরের হাত ধরেই। বিজেপির টিকিটেই প্রথমবার ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়ার পরে কৃষ্ণ কল্যাণী যোগদান তৃণমূলে।

আরও পড়ুন: ৬০ লক্ষের টেসলায় পাওয়া যাবেনা একাধিক ফিচার্স! অথচ মিলবে টাটার গাড়িতে, দাম মাত্র এত টাকা

তারপরে তিনি (Krishna Kalyani) প্রায় আড়াই বছর ধরে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। গতবছর অর্থাৎ ২০২৪-এর শুরুতে কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। যদিও, লোকসভা ভোটে পরাজিত হলেও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন কৃষ্ণ কল্যাণী।