বাড়ি বসে শুধু অকাজ করছেন, রান্নাও অখাদ‍্য, সানির ওপর রেগে আগুন ড‍্যানিয়েল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে সানি লিওনের (Sunny Leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে।


কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। একথা সানির নিজের মুখেই বলা। মোট কথা, স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর।

https://www.instagram.com/p/B_HcQzEDeXx/?igshid=1x0ow8teryjb2

কিন্তু এবারে স্ত্রীর ওপর বেশ চটেছেন ড‍্যানিয়েল। লকডাউন চলায় শুটিং বন্ধ, বাইরে বেরোনোও বন্ধ। তাই সারাক্ষণ বাড়িতেই রয়েছেন সানি। কিন্তু বাড়িতে বসেও কোনও কাজই করছেন না তিনি। হয় সারাক্ষণ ঘুমোচ্ছেন নাহলে সেলফি তুলে যাচ্ছেন। এমনকি তাঁর রান্নাও নাকি একেবারেই ভাল না বলে দাবি ড‍্যানিয়েলের।

https://www.instagram.com/p/B_KIH6eD4_f/?igshid=1lt99g09ltzj6

সম্প্রতি একটি ভিডিওতে এমনই অভিযোগ করেছেন সানির স্বামী। কিন্তু ভিডিওর মাঝেই হঠাৎ করে চলে আসেন সানি। ড‍্যানিয়েলকে এই কাণ্ড করতে দেখে বেশ রেগেও যান। এর প্রতিশোধও নেবেন বলে জানান তিনি। আসলে পুরো ভিডিওটাই মজার ছলে করেছেন ড‍্যানিয়েল ও সানি। আর তাদের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/B_LG3wuj3_9/?igshid=8n34l56b3dsi

প্রসঙ্গত, সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।

X