বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ শেষ হওয়ার পর দুদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ওই ম্যাচের নানান বিষয় নিয়ে বিতর্ক বর্তমান। তার মধ্যে একটি ঘটনা হলো পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান (Md. Rizwan) ভারতের বিরুদ্ধে ৪৯ রান করে আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন ভারতীয় দর্শকরা তাকে লক্ষ্য করে উঁচু গলায় “জয় শ্রী রাম” (Jay Shree Ram) স্লোগান দিয়ে ওঠেন। এই ঘটনা নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা গিয়েছে।
ভারতের অনেক ক্রিকেট ভক্তরা এই বিষয়টি সমর্থন করেননি। তাদের মধ্যে খেলা এবং ধর্মের বিষয়টি ভিন্ন জায়গায় রাখাটাই শ্রেয়। আবার অনেকে এই বিষয়ের মধ্যে কোনও ভুল দেখতে পাচ্ছেন না। তাদের মতে রিজওয়ানকে লক্ষ্য করে কোনও কটু কথা বা ব্যাঙ্গক্তি করা হয়নি। তাহলে আপত্তির কোনও জায়গাই থাকে না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের লক্ষ্মণ শিবরামকৃষ্ণন জানিয়েছেন পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে তাকেও এরকম ঘটনার মুখোমুখি হতে হয়েছে। মাত্র ১৬ বছর বয়সে তিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। তখন নিজের ধর্ম এবং দেশ নিয়ে নানান রকম ব্যঙ্গক্তি শুনতে হয়েছিল তাকে। তারই মন্তব্যের পর এবার আসরে নেমেছেন প্রাক্তন হিন্দু পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া।
তিনি এমন জাতীয় ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার। ওই ভিডিওয় দেখা যাচ্ছে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার তিলকরত্নে দিলশানকে ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার জন্য আবেদন করছেন তৎকালীন পাকিস্তানের ক্রিকেটের আহমেদ শাহজাদ। দিলশান তার প্রত্যুত্তরে সম্ভবত ব্যাপারটা অস্বীকার করেছিলেন। তখন শাহজাদ তাকে নরকের আগুনের জন্য প্রস্তুত থাকতে বলেন। পরে ওই ঘটনার জন্য তাকে জরিমানাও দিতে হয়েছিল।
Be it the dressing room, the playground or the dining table, this happened to me every day. pic.twitter.com/vdv5NpBKxq
— Danish Kaneria (@DanishKaneria61) October 15, 2023
আরও পড়ুন: চেন্নাইয়ে ভারতের স্পিনরাজ! জাদেজাদের ঘূর্ণিতে ফেঁসে ২০০ রানের গণ্ডি ছুঁতেও ব্যর্থ অস্ট্রেলিয়া
ওই ভিডিওটি শেয়ার করে কানেরিয়া লিখেছেন, “কখনো ড্রেসিংরুমে, কখনো মাঠে খেলতে নেমে আবার কখনো রাতের খাওয়ার টেবিলে। এমন ঘটনা আমার সঙ্গে প্রতিদিন ঘটে গিয়েছে।” এমন মন্তব্য করে তিনি পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সম্প্রতি রিজওয়ানের সঙ্গে হওয়া ঘটনা নিয়ে ভন্ডামি করতে নিষেধ করেছেন। তিনি ভারতকে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন এবং তার টুইটার একাউন্ট থেকে বেশ কয়েকটি টুইটের পাকিস্তান ক্রিকেট দলকে খোঁচা মেরেছেন ধর্মের বিষয়ে তাদের অতিরিক্ত মাথাব্যাথা নিয়ে।