জিআই ট্যাগের পর প্রথম বড় লট! কার্শিয়াংয়ের ৪২৪ কেজি কমলা চলছে কলকাতার দিকে

Published on:

Published on:

Darjeeling 424 kg of oranges are going to Kolkata with GI recognition
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গের আরও এক নতুন পালক জুড়লো। অর্থাৎ জিআই ট্যাগ মিলতেই কলকাতায় পা রাখছে পাহাড়ের রানী। অর্থাৎ, দার্জিলিংয়ের (Darjeeling) কমলালেবু। শুক্রবার সন্ধ্যায় তাই শিলিগুড়ি থেকে ট্রেনে করে কলকাতায় পাঠানো হবে এই কমলা লেবু। প্রায় ৪২৪ কেজি কমলা লেবু কলকাতায় পাঠানো হচ্ছে। আর এমনটাই উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন দফতর। পাশাপাশি প্রশাসনের সূত্রের খবর কলকাতার সহ দক্ষিণ বঙ্গে সুফল বাংলা প্রলে এই কমলালেবু পাওয়া যাবে ১৫ টাকা ৪৪ পয়সায়।

জিআই স্বীকৃতিতে ৪২৪ কেজি কমলা যাচ্ছে কলকাতায় (Darjeeling)

এই বিষয়ে কৃষি বিপণন দফতরের শিলিগুড়ি দৈনিক নিয়ন্ত্রণ বাজার সমিতির সচিব অনুপম মিত্র জানান, রাজ্য সরকারের নির্দেশে পাহাড়ের চাষীদের কাছ থেকে কমলালেবু সংগ্রহ করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি তা প্যাকের যত করে কলকাতায় পাঠানো হবে। এছাড়া ১০ দিন আগে দার্জিলিং (Darjeeling) এর কমলালেবু কে জিআই ট্যাগ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক।

Darjeeling 424 kg of oranges are going to Kolkata with GI recognition

আরও পড়ুন: পরীক্ষার দিনক্ষণ বদলে চরম বিভ্রাট, স্কুলগুলির জবাবদিহি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত পর্ষদের

সেই ঘটনার পর জেলা প্রশাসন এখানকার কমল রপ্তানি করা নিয়ে জোর দিয়েছে। এর জন্য বৃহস্পতিবার কার্শিয়াং এর মহানদী গ্রাম পঞ্চায়েতের সিভিটার গ্রামের কমলা বাগান পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকেরা। পাশাপাশি তারা স্থানীয় চাষীদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এছাড়া প্রশাসনের সূত্রের খবর, ওই বৈঠকে কৃষি বিপণন দপতরের উত্তরবঙ্গ জোনের ডেপুটি ডিরেক্টর সন্দীপ রায় জানান, “উদ্যানপালন দপ্তরের দার্জিলিংয়ের ডেপুটি ডিরেক্টর প্রভাস মণ্ডল, কৃষিদপ্তরের দার্জিলিং জেলার ডেপুটি ডিরেক্টর ইউনিস লেপচা প্রমুখ হাজিরছিলেন। সেখানেই মাঝারি আকৃতির কমলা ১৩২ টাকা কেজি দরে ছ’জন চাষির কাছ থেকে সংগ্রহ করা হয়। প্রতি কেজিতে গড়ে ১১টি করে লেবু আছে। সেগুলি কলকাতা সহ আশপাশের সুফল বাংলার স্টলে বিক্রি হবে ১৫ টাকা ৪৪ পয়সা পিস হিসেবে।”

এছাড়াও কৃষি বিপণন দফতরের আধিকারিক বলেন, গতবছর দার্জিলিং এর (Darjeeling) কমলা লেবু কলকাতায় পাঠিয়ে ব্যাপক সাড়া মিলেছে। তাই এবারও ও পাঠানো হয়েছে কলকাতায়। তবে জিআই ট্যাগ মেলায় এবার কমলালেবুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন তারা। রপ্তানির ক্ষেত্রে জোড় দেওয়া হচ্ছে।