পুজোর সময় প্রকৃতির কোলে শান্তির খোঁজে, বিজনবাড়ির আশেপাশেই অজস্র অফবিট গন্তব্য

Published on:

Published on:

Darjeeling Bijanbari is in the lap of nature with numerous offbeat villages nearby

বাংলা হান্ট ডেস্ক: চলতি মিসের শেষ পুজো। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। আবার অনেকে কোথায় ঘুরতে যাবে তার প্ল্যান করে ফেলেছে। কারণ, পুজোর সময় ঘুরতে যেতে সকলের চায়। ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই, সবার আগে মাথায় আসে দার্জিলিংয়ের (Darjeeling) কথা। কিন্তু উত্তরবঙ্গে গেলে এখন প্রচন্ড ভিড় হয়। এবার এই ভিড় এড়িয়ে ঘুরতে যেতে পারেন দার্জিলিংয়ের খুব কাছের কিছু নিরিবিলি পাহাড়ি গ্রামে। রইল সেখানের কিছু জায়গার কথা।

প্রকৃতির কোলে বিজনবাড়ি,তার কাছেই রয়েছে অসংখ্য অফবিট গ্ৰাম (Darjeeling)

ঝেপি: বিজন বাড়ি ব্লকের একটি ছোট্ট জনপদ ঝেপি। এখানে একধারে যেমন দার্জিলিং (Darjeeling)। অপরদিকে দক্ষিণ সিকিম। বিজন বাড়ি থেকে মাত্র অল্প কিছুক্ষণ পথ পাড়ি দিলে আপনি ঝেপি পৌঁছে যেতে পারবেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন তির তির করে বয়ে চলা রঙ্গিত। এছাড়াও এখানে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। তাই এখানে আসতে হলে আগের থেকে বুকিং করে আসা ভালো।

Darjeeling Bijanbari is in the lap of nature with numerous offbeat villages nearby

আরও পড়ুন: বৃহস্পতিবার আবারও বাড়ল হলুদ ধাতুর দর! এক ভরির দাম কত? লেটেস্ট রেট জানুন

বিজন বাড়ি: সবুজ চা বাগান ও ঝর্ণায় দিয়ে ঘেরা বিজন বাড়ি। দার্জিলিং থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরেই অবস্থিত এটি। এখানে গেলে আপনি পাহাড়ি জনপদের পাশাপাশি একাধিক চা বাগান দেখতে পাবেন। এছাড়াও এখানে ঘুরতে গেলে দেখতে পাবেন হিমা ফলস। বিজন বাড়ির খুব কাছেই ঘুম জঙ্গলের লুকিয়ে রয়েছে এই জলপ্রপাত। স্থানীয়দের কাছে এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে ভীষণ জনপ্রিয়।

ঘুম ও দার্জিলিং: বিজন বাড়ি থেকে খুব কাছেই অবস্থিত ঘুম এবং দার্জিলিং। আপনি যদি বিজন বাড়ি ঘুরতে যান। তাহলে হাতে একদিন সময় নিয়ে ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, দার্জিলিং মল রোড ঘুরে আসতে পারেন।

কোলবং: বিজন বাড়ি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রয়েছে কোলবং। এখানে গেলে আপনি অনায়াসে প্রাকৃতিক পরিবেশে দুদিন কাটিয়ে দিতে পারবেন। এখানে হোমস্টের সুবিধা থাকলেও পর্যটকদের আনাগোনা একেবারেই কম। এছাড়াও এখানে আসলে আপনি দার্জিলিং ও সিকিম দুটি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।