বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা সবাই করেন। তার উপর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে উত্তরবঙ্গের কথা মাথায় আসে। কিন্তু উত্তরবঙ্গের কোথায় যাবে? কোনমতেই তা বুঝে উঠতে পারেন না। কারণ উত্তরবঙ্গের চেনা জায়গায় এই শীতের মরশুমে থাকে লোকজনের কোলাহল। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যান তাহলে যেতে পারেন দার্জিলিংয়ের (Darjeeling) স্বল্প পরিচিতি গ্রাম রং বুল। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি এখানে আপনি অনায়াসে ২ দিন কাটিয়ে আসতে পারবেন।
দার্জিলিংয়ের কাছে ঘুমপাড়ানি সুন্দর গ্রাম রংবুল (Darjeeling)
পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ কম আছে। তবে পাহাড়ে ঘুরতে গেলে এক দার্জিলিং ঘুরতে না গিয়ে যেতে পারেন দার্জিলিং (Darjeeling) এর অফবিট গ্ৰাম। এখানে গেল পরে আপনি দেখতে পাবেন মেঘ, রোদ্দুরের খেলা। পাশাপাশি এখানের সূর্যোদয় আপনার মন ভালো করবে।

আরও পড়ুন: ট্রেনের টিকিট কাটার আগে সাবধান! তৎকাল বুকিংয়ে নতুন নিয়মে কড়া শাস্তির হুঁশিয়ারি রেলের
এছাড়াও, এখানে আসলে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যের প্রথম রশ্মি এসে পড়ার মুহূর্ত। এছাড়াও রংবুল থেকে টাইগার হিলের দূরত্ব বেশি নয়। আপনি চাইলে আগের থেকে গাড়ি বুক করে রাখতে পারেন। পাশাপাশি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে চায়ের চুমুক দিতে চা-বাগান ঘুরে দেখতে পারেন।
ব্রেকফাস্ট সেরে জঙ্গলের রাস্তা ধরে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন ‘রেনবো ওয়াটার ফরেস্ট’। এছাড়াও এখানে আসলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
কীভাবে যাবেন? কোথায় থাকবেন?
কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছিয়ে যান ট্রেনে করে। পৌঁছিয়ে যেতে পারেন এনজিপি। বাব আকাশ পথে গেলে আপনাকে যেতে হবে বাগডোগরা। এরপর সেখান থেকে গাড়ি বুক করে পৌঁছিয়ে যান রংবুল। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটা হোম স্টে। তবে পিক সিজেন আসলে পরে লামাহাটা কিংবা তাকদাতে থাকতে হতে পারে। আর আপনি যদি পিক সিজেনে যেতে চান তাহলে আগের থেকে রুম বুক করে আসা শ্রেয় হবে (Darjeeling)।












