শীতের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন দার্জিলিং এর এই অফবিট গ্ৰাম থেকে

Published on:

Published on:

Darjeeling Rangbul village an ideal place for winter vacation
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর মাস পড়তে না পড়তে কোথাও না কোথাও ঘুরতে যেতে সকলের মন চায়। পাশাপাশি এই সময় প্রতিটি স্কুলের বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার ফলে, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাবেন বলে পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছেন। তার ওপর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ বলতেই দার্জিলিং (Darjeeling) এর কথা ভাববেন হয়তো আপনি। কিন্তু এই সময় দার্জিলিঙে গেলে আপনি কোনভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কারণ, এখন দার্জিলিংয়ে পর্যটকদের আনাগণার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের স্বল্প চেনা এই গ্রাম থেকে। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

দার্জিলিংয়ের কাছে রংবুল গ্রাম, শীতের ছুটিতে আদর্শ জায়গা (Darjeeling)

ডিসেম্বরে বহু মানুষ দার্জিলিং (Darjeeling) ঘুরতে যায়। তবে এই সময় যেহেতু পর্যটকদের সংখ্যা বেশি থাকে, তাই আপনি যদি দার্জিলিং ঘুরতে যান তাহলে প্রাকৃতিক পরিবেশ সেইভাবে উপভোগ করতে পারবেন না। তবে আপনার যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার ইচ্ছে থাকে তাহলে যেতে পারেন দার্জিলিংয়ের এই স্বল্প চেনা গ্রাম। যার নাম হল রংবুল।

Darjeeling Rangbul village an ideal place for winter vacation

আরও পড়ুন: বাড়িতে অতিথি এসেছে! ইলিশ নয় বরং কচু শাক করুন পুঁটি মাছ দিয়ে, প্রণালী দেখে নিন

এই গ্রামটি পাহাড়ের কোলে চা বাগানে ঘেরা একটি ছোট্ট জায়গা। পাশাপাশি এখানে আসলে আপনি পাবেন শান্ত, নিরিবিলি পরিবেশ। এছাড়া এখানে রয়েছে নাম না জানা নানান ধরনের ফুল। আর চা বাগানের থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে আসতে হলে আপনাকে ঘুম, সোনা দা ,টুং পেরিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আসতে হবে।

পাশাপাশি এইখানে ঘুরতে আসলে আপনি হোমস্টের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখতে পাবেন। এছাড়াও দেখতে পারবেন, মেঘ- কুয়াশা ও রোদের খেলা। পাশাপাশি এখানে সকালে আপনি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ওপর প্রথম সূর্য রশ্মির আলো এসে পড়ার মনোরম দৃশ্য দেখতে পাবেন। যার মনে হবে ক্যানভাসে আঁকা এক জলচ্ছবি। তাছাড়া রংবুল থেকে টাইগার হিলের দূরত্ব বেশি নয়। আপনি আগের থেকে গাড়ি বুক করে রাখলে সেখানে আপনি যেতে পারবেন।

পাশাপাশি বেলা গড়ানো সঙ্গে সঙ্গে, চা বাগানে ঘোরাঘুরি করে দেখতে পারেন। তারপর ব্রেকফাস্ট সেরে জঙ্গলের রাস্তা ধরে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন ‘রেনবো ওয়াটার ফলস’। এছাড়াও রংবুল উপত্যকা থেকে সূর্যাস্তের দৃশ্য বড়ই মনোরম লাগে দেখতে। চাইলে আপনি সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন।

কীভাবে যাবেন , কোথায় থাকবেন?

শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছিয়ে যান ট্রেন অথবা বাসে করে। অথবা আপনি আকাশ পথে পৌঁছিয়ে যেতে পারেন বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌছিয়ে যান রংবুল। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পিক সিজেনে আসলে আগের থেকে হোমস্টে বুক করে রাখা উচিত। পাশাপাশি এখানে থাকা-খাওয়া মিলিয়ে প্রতিজনের একদিনের খরচ পড়বে ১৫০০ টাকা (Darjeeling)।