দার্জিলিং বা সান্দাকফুও নয়! প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রিম্বিক, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা

Published on:

Published on:

Darjeeling Rimbik could be the perfect destination for your next trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। তার ওপর বছরের প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারিতে অনেকগুলো ছুটি থাকে। এবার এই ছুটির সময় প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আর আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা যদি দার্জিলিং হয়ে থাকে। তাহলে এই সময় দার্জিলিঙে (Darjeeling) থাকে চোখে পড়ার মতো পর্যটকদের ভিড়। তবে আপনি যদি পাহাড়ের পাশাপাশি শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে দার্জিলিং না গিয়ে যেতে পারেন স্বল্প পরিচিত রিম্বিক। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ে গ্রাম্য জীবন প্রাণভরে উপভোগ করতে পারবেন।

প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে হিমালয়ের কোলে রিম্বিক হতে পারে সেরা ঠিকানা (Darjeeling)

হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট গ্ৰাম রিম্বিক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০০ ফুট উঁচুতে এই গ্রামটি অবস্থিত। কলকাতার কোলাহল থেকে দূরে থাকতে ও পাইন ফরেস্ট পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখার শ্রেষ্ঠ জায়গা এটি। এখানে আসলে আপনি একদিকে যেমন দার্জিলিং (Darjeeling) ঘুরতে যেতে পারবেন। অপরদিকে, আপনি এখানে থেকেই দেখতে পাবেন শ্বেতশুভ্র  কাঞ্চনজঙ্ঘাকেও।

Darjeeling Rimbik could be the perfect destination for your next trip

আরও পড়ুন: হঠাৎ বদলে গেল সোনার দর! ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর রেট জানুন

তাছাড়া এখানে আসলে আপনি এই গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। পাশাপাশি দেখতে পাবেন এখানকার স্থানীয়দের জীবনযাত্রা। এছাড়াও এখানে রয়েছে রিম্বিক মনাস্ট্রি। এবার আপনি যদি রিম্বিক যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে অক্টোবর থেকে এপ্রিল মাস হল সেরা সময়। এছাড়াও, শীতকালে অর্থাৎ ডিসেম্বর–জানুয়ারিতে এখানে তীব্র ঠান্ডা পড়ে। কখনও কখনও হালকা তুষারপাতও দেখা যায়।

পাশাপাশি বসন্তে অর্থাৎ মার্চ–এপ্রিল পাহাড় ভরে ওঠে রডোডেনড্রন ও বুনো ফুলে। যদিও বর্ষাকালে যাওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড়ি রাস্তা পিচ্ছিল ও ধসপ্রবণ হয়ে ওঠে। তাই এই সময়টা না যাওয়াই ভালো।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি প্রথমে আপনাকে পৌঁছতে হবে। এরপর সেখান থেকে গাড়ি করে চলে যেতে হবে মানেভঞ্জন হয়ে রিম্বিক। মানেভঞ্জর থেকে এর দূরত্ব ২১ কিলোমিটার। তবে এইখানে থাকার মতন বড় কোন হোটেল নেই। রয়েছে বেশ কয়েকটা হোমস্টে। কিন্তু এখানে আপনি যদি পরিবার নিয়ে আসেন তাহলে আগের থেকে বুকিং করে আসা ভালো হবে (Darjeeling)।