প্রকৃতির কোলে এক অন্য রূপ! কালিম্পংয়ের এই গ্রাম ঘুরে দেখলে মন ভরবে পাহাড়ের সৌন্দর্যে

Published on:

Published on:

Darjeeling river and mountains in one frame a dreamy scene in the offbeat village of Kalimpong

বাংলা হান্ট ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে আবারও নিজের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আসন্ন শীতে বহু মানুষই পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। এবারে শীতে আপনি যদি উত্তরবঙ্গ ঘুরতে চান তাও আবার বাজেটের মধ্যে তাহলে যেতে পারেন কালিম্পং। তবে এতে পুরোপুরি কালিংপং এ নয়। দার্জিলিং (Darjeeling) এর কালিম্পং থেকে সামান্য দূরেই রয়েছে দারা গাঁও। অনেকেই বলে এই জায়গাটি ‘আপার ইচ্ছে’। এখানে গেলে আপনি একই সঙ্গে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

এক ফ্রেমে নদী ও পাহাড়, কালিম্পংয়ের অফবিট গ্রামে মিলবে স্বপ্নের দৃশ্য (Darjeeling)

দারা কথার অর্থ হল প্রশান্তি। আর গাঁও কথার অর্থ হলো গ্রাম। দার্জিলিংয়ের (Darjeeling) এই পাহাড়ি গ্রামে গেলে আপনি এক প্রশান্তি অনুভব করবেন। পাশাপাশি এইখানে গেলে পরে আপনি কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন। তাছাড়াও দেখতে পাবেন তিস্তার বয়ে চলা।

Darjeeling river and mountains in one frame a dreamy scene in the offbeat village of Kalimpong

আরও পড়ুন: ওজন ঝরাতে চান? তবে সুজির পদ খাওয়ার আগে জেনে নিন পুষ্টিবিদের মতামত

এছাড়াও এইখানে আপনি দু-রাত্রি ৩ দিন সহজেই ঘুরে আসতে পারেন। প্রথম দিন এনজিপি থেকে সোজা দারা গাঁও পৌঁছে যান। সেইখানে দুদিন থেকে ঘুরে দেখতে পারেন ডেলো, দুরপিন দারা হিলস, দুরপিন মনাস্ট্রির মতো জায়গাগুলো। তৃতীয় দিনে ঘুরে দেখতে পারেন মুনসং ভিউ পয়েন্ট, রামিতে ভিউ পয়েন্ট, রামধুরার মতো জায়গাগুলো।

এইখানে গেলে আপনি দেখতে পাবেন সাজানো দারাগাঁও জঙ্গল। নিউ জলপাইগুড়ি থেকে এইখানে যেতে দূরত্ব পরে প্রায় ৯০ কিলোমিটার। এখানে যেতে হলে আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে কালিংপং শহরে শেয়ার গাড়িতে যেতে হবে অথবা আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন। তারপর কালিংপং থেকে দারাগাঁও যাওয়ার একাধিক গাড়ি পাবেন।

কোথায় থাকবেন?

নিউ জলপাইগুড়ি নেমে কালিংপং শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। আপনি এখানে শেয়ার গাড়ি অথবা গাড়ি বুকিং করে যেতে পারেন। পাশাপাশি এখানে থাকার জন্য একাধিক হোমস্টে পাবেন। যেখানে মাথাপিছু খরচ পড়বে ১৫৫০ টাকার কাছাকাছি (Darjeeling)।