পকেটে রাখুন মাত্র কটা টাকা! দার্জিলিং ভ্রমণ এখন আরও সস্তার, দুর্দান্ত অফার দিচ্ছে সরকার

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি মানেই সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়া। অনেকেই পুজোর সময় বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন। পুজোয় অনেকের হট ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)। এই সময় দার্জিলিং এ পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। অক্টোবর-নভেম্বর মাসে হোটেল বুক করতে গিয়ে কাল ঘাম ছুটে যায় পর্যটকদের।

এরপর রয়েছে অতিরিক্ত গাড়ি ভাড়া। সুযোগ বুঝে গাড়ি মালিকরা বাড়িয়ে দেন তাদের ভাড়া। সাথে খাওয়ার খরচ তো আছেই। এসব ভেবে অনেকেই দোনোমনো করতে থাকেন ঘুরতে যাওয়া নিয়ে। তবে আপনাদের জন্য একটি মুশকিল আসান রয়েছে। আপনারা চাইলে একবার সরকারি ভ্রমণ প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করে দেখতে পারেন।

   

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই ট্যুর প্যাকেজ দিয়ে থাকে। ৭৫০০ টাকা থেকে শুরু হচ্ছে দার্জিলিং ভ্রমণের প্যাকেজ। এই সরকারি সংস্থা স্ট্যান্ডার্ড ও ডিলাক্স, এই দুই ধরনের প্যাকেজ অফার করে থাকে। মাথাপিছু ৯ হাজার টাকা খরচ হবে ডিলাক্স প্যাকেজের ক্ষেত্রে। এনবিএসটিসি জানাচ্ছে চার দিন তিন রাতের এই প্যাকেজে থাকবে ওয়েস্টার্ন টয়লেট, গিজার।

আরোও পড়ুন : ইনিই হলেন এবারের সোনাগাছির দুর্গা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর! পরিচয় জানলে চোখ কপালে উঠবে আপনার

ডিলাক্স রুম থাকবে ডিলাক্স প্যাকেজে। নন এসি ট্যুরিস্ট বাস, এসএইউভি, সেডান রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজে। এসি গাড়ি, এসইউভি রয়েছে ডিলাক্স প্যাকেজে। লামাহাটা, তিনচুলে, তাকদা ঘুরে দেখতে পারবেন যারা ডিলাক্স প্যাকেজ নেবেন। গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, কিছু জায়গায় এন্ট্রি ফি, ট্যুর ম্যানেজারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে এই প্যাকেজের মধ্যে।

এনজেপি স্টেশন, বাস টার্মিনাস অথবা এয়ারপোর্ট থেকে কার্শিয়াং হয়ে প্রথম দিন আপনাকে নিয়ে যাওয়া হবে দার্জিলিং। দুপুরে খাওয়া দাওয়া করে নিজের মতো করে ঘুরে দেখতে পারেন চৌরাস্তা, ম্যাল। সারা বিকেল-সন্ধ্যা কাটিয়ে রাতে হোটেলে ফিরে সেরে ফেলুন ডিনার। পরের দিন ভোর সাড়ে তিনটের সময় হোটেলের সামনে গাড়ি অপেক্ষা করবে আপনার জন্য।

আরোও পড়ুন : ঘুম উড়েছে পড়শি দেশের! এবার ভারতের এই সেক্টর টক্কর দেবে চিনকে, সামনে এল বড় তথ্য

হোটেল থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে টাইগার হিল। হোটেলে ফেরার পথে দেখানো হবে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ । তৃতীয় দিন আপনারা স্বাধীনভাবে ঘুরতে পারবেন দার্জিলিংয়ে। ঘুরে আসতে পারেন টয় ট্রেনে চেপে। চতুর্থ দিন ব্রেকফাস্ট সেরে চেক আউট করতে হবে হোটেল থেকে।

slider111

সীমানা ভিউ পয়েন্ট, গোপাল ধারা টি এস্টেট দেখতে দেখতে হোটেল থেকে চলে আসুন এনজেপি। আপনাদের যদি পাঁচ বছরের নিচে বাচ্চা থাকে তাহলে রুম শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা লাগবে না। ৯ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ৫০ শতাংশ টাকা দিতে হবে। দশ বছরের উপরের বয়সীদের ক্ষেত্রে ১০০ শতাংশ টাকা লাগবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর