ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর, শিলিগুড়ি থেকেই এক গাড়িতে দার্জিলিং ট্যুর

Published on:

Published on:

Darjeeling travel in comfort and no need to change vehicles a single car for you
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পাহাড়প্রেমী পর্যটকদের জন্য রয়েছে সুখবর। দার্জিলিং (Darjeeling) পাহাড়ে পর্যটকদের সাইট সিন করার জন্য নানান সমস্যায় পড়তে হয়। তবে এবার আর সমস্যার সম্মুখীন হতে হবে না পর্যাটকদের। কারণ, বৃহস্পতিবার দার্জিলিং জেলা শাসকের দফতর ও শিলিগুড়ি মহকুমার শাসকের দফতরে পাহাড় ও সমতলে গাড়িচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। সেই বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, একই জেলায় সব গাড়ি কোন বাধা ছাড়াই পাহাড় ও সমতল জুড়ে চলাচল করতে পারবে। পাশাপাশি সাইটসিইং করাতে পারবে।

ভ্রমণে স্বস্তি, আর গাড়ি বদলাতে হবে না এক গাড়িতে দার্জিলিং ট্যুর (Darjeeling)

শীত পড়লেই কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। তার উপর শীতের সময় উত্তরবঙ্গ তার দার্জিলিং (Darjeeling) এ পর্যটকদের চাহিদা বরাবর বেশি থাকে। তার ওপর পাহাড়ে ঘুরতে আসলে, প্রতিটি পর্যটককে এই সাইটসিইং এর গাড়ি খোঁজা নিয়ে বরাবরই সমস্যার মুখে পড়তে হয়েছে।

Darjeeling travel in comfort and no need to change vehicles a single car for you

আরও পড়ুন: মেসির জন্য হানিমুন বাতিল, প্ল্যাকার্ড হাতে রাতভর অপেক্ষা নবদম্পতির, শেষে…

পাশাপাশি, অতিরিক্ত গাড়ি ভাড়া চাওয়ার ও অভিযোগ উঠেছে একাধিকবার। তার ওপর সম্প্রতি এই সাইটসিইং নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, দার্জিলিংয়ের পাহাড়ের চালকেরা সমতলের গাড়ি গুলিকে টাইগার হিল, সিটং, লামাহাটা সহ বিভিন্ন গন্তব্যে যেতে বাধা দিচ্ছিলেন। যার যার ফলে কিছু চালককে খাদা পরিয়ে শুধু যাত্রীদের নামিয়ে দিয়ে ফিরে আসতে হয়েছিল। আর এতেই ক্ষুব্ধ হন সমতলের চালকরা।

এরপরই এই সমস্যার সমাধানের জন্য প্রশাসন হস্তক্ষেপ করেন। মঙ্গলবার মহকুমা শাসকের অফিসে এই সমস্যা নিয়ে বিক্ষোভ দেখান চালক ও পর্যটক ব্যবসায়ীরা। তারা ২৪ ঘন্টা সময়সীমা বেধে দিয়ে এর সমাধানের দাবি জানান। এরপরই বৃহস্পতিবার বৈঠকের আয়োজন করে জেলা প্রশাসন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুমিত রাই, আঞ্চলিক পরিবহণ আধিকারিক মিল্টন দাস এবং স্থানীয় পর্যটন-পরিবহণ সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি শিলিগুড়ির পক্ষ থেকে ভার্চুয়ালি যোগ দেন মহকুমা শাসক বিকাশ রুহেলা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজি সামসুদ্দিন আহমেদ এবং সমতলের পর্যটন ও পরিবহণ ব্যবসায়ীরা। এই সমস্যার বিষয়ে প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় একই জেলার মধ্যে পাহাড় ও সমতল, সব গাড়ি সব জায়গায় যেতে পারে। অপ্রীতিকর কিছু ঘটলে পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে জানাতে হবে। প্রশাসন আইন মেনে দ্রুত ব্যবস্থা নেবে (Darjeeling)।