বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দার্জিলিং (Darjeeling) অচেনা কিছু নয়। ঘুরতে যাওয়ার নাম উঠলে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তার ওপর সামনেই পুজো। ইতিমধ্যে অনেকেই পুজোয় কোথায় ঘুরতে যাবে সে বিষয়ে প্ল্যান রেডি করে ফেলেছেন। এবার আপনিও যদি পুজোর সময় দার্জিলিং ঘুরতে যান তাহলে একটু অন্যভাবে উত্তরবঙ্গের এই জায়গাটির ঘুরে দেখতে পারেন। সেখানে যেমন একদিকে বাতাসিয়া লুপ, গ্লেনারিজ়, কেভেন্টার্স দেখতে পাবেন। তেমনি আবার প্রকৃতির নির্জনতা উপভোগ করার সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চার করার সুযোগও পাবেন।
পুজোয় দার্জিলিং ভ্রমণ! চেনা শহরের অচেনা রূপে মুগ্ধ হবেন আপনি (Darjeeling)
চলতি মাসের শেষ পুজো। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। আবার অনেকে কোথায় ঘুরতে যাবে তার প্ল্যান করে ফেলেছে। কারণ, পুজোর সময় ঘুরতে যেতে সকলের চায়। এবার আপনিও যদি পুজোর সময় দার্জিলিং ঘুরতে যান। তাহলে ঘুরে দেখতে পারেন দার্জিলিং (Darjeeling) এর এই সমস্ত জায়গাগুলো।
দার্জিলিং এর বৌদ্ধবিহার: দার্জিলিং ঘুরতে গেলে সেখানে একাধিক মনাস্ট্রি দেখতে পাবেন। এই মনাস্ট্রি গুলোর মধ্যে অন্যতম ঘুম মনাস্ট্রি।দার্জিলিং গেলে ঘুম মনাস্ট্রি ঘুরতে যাওয়া বাধ্যতামূলক। তবে ঘুমের পাশাপাশি ঘুরে দেখতে পারেন আলুবাড়ি, ডালি, ভুটিয়া বস্তির মনাস্ট্রি গুলো। চাইলে এখানে কিছুটা সময় আপনি কাটাতে পারেন। এখানে আসলে আপনি এক আলাদা ধরনের মানসিক শান্তি উপভোগ করতে পারবেন।
দার্জিলিং এর মিউজিয়াম: দার্জিলিঙে গেলে একবার হলেও পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে ঘুরতে যাবেন। এইখানে গেলে চিড়িয়াখানার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউডের এর একটি মিউজিয়াম। সেইখানে হিমালয়ের বিভিন্ন পর্বত শৃঙ্গ, পর্বত জয়ের কথা ও পর্বতারোহীর কথা জানতে পারবেন। পাশাপাশি এই চিড়িয়াখানায় রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। যেখানে বহু বন্যপ্রাণী, কীটপতঙ্গ সম্পর্কে আপনি জানতে পারবেন।
আরও পড়ুন: বাজার ভরা ইলিশ, কিন্তু নাগালের বাইরে সাধের মাছ,অসন্তুষ্ট ভোজনরসিকেরা
দার্জিলিং এর মলরোড: দার্জিলিং-এ (Darjeeling) গেলে মলরোড যাবেন না তা হয় না। সারাদিন ঘোরাঘুরির পর এই মলরোডে কিছুটা সময় কাটাতেই পারেন। এবার রাত কাটানোর জন্য আপনি যদি আস্তানা খোঁজেন মল রোডের কাছাকাছি তাহলে আপনি সেখানে আশেপাশের ছোট হোমস্টে পাবেন। যেগুলো পাহাড়ি বস্তির কাছাকাছি রয়েছে। সেই হোমস্টে গুলির খরচ একদিকে যেমন কম তেমনই সামনে পড়বে মল রোড। যেখান থেকে আপনি সহজেই শপিং করতে পারবেন।