বাংলাহান্ট ডেস্কঃ ৫ দিন বাপের বাড়িতে কাটিয়ে সবে মাত্র মর্তে ফিরছেন উমা। দীর্ঘ একবছর প্রতীক্ষা পর উৎসবের আনন্দে মেতে উঠেছিল বঙ্গবাসী। কিন্তু এবছর প্রথম থেকেই অন্যান্য বারের থেকে ছিল সম্পূর্ণ আলাদা। এই নতুন বছরের নতুন ধরণের সঙ্গে এক নতুন রকম দূর্গা পুজোর (Durga puja) আনন্দে সামিল হয়েছিল মানুষজন।
২০১৯ সালের পুজোর পরই জানা গিয়েছিল এবছর মহালয়ার প্রায় ১ মাস পর মর্তে আসবেন মা দূর্গা। অপেক্ষার ছিল ১ বছর, কিন্তু ২০২০ সালে যুক্ত হয়েছিল আরও অতিরিক্ত ১ মাস। বৃষ্টি অপেক্ষারত চাতকের থেকেও যেন বেশি অপেক্ষা করতে শুরু করেছিল মানুষজন।
এবছরের শুরু থেকেই মহামারি করোনা ভাইরাস ছেয়ে গিয়েছিল গোটা দেশ জুড়েই। এই মহামারির কারণে পুজোর আনন্দে কিছুটা ভাঁটার টান থাকলেও, সমস্ত সতর্কীকরণ মেনেই পুজোর আনন্দে সামিল হয়েছিল বঙ্গবাসী। এবারে না হয় একটু অন্যরকম পুজো কাটাল বাংলার মানুষ, তবে আসছে বছর আবারও মায়ের আগমনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে আপামোর বাংলার মানুষজন।
২০২০ সালে করোনা আবহে পুজো কাটিয়ে, আসছে বছর করোনা মুক্ত এক সুন্দর পুজো কাটাতে চায় রাজ্যবাসী তথা দেশবসী। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের মায়ের আগমনের জন্য। তাই এখনই জেনে নিন আগামী বছরের পুজোর নির্ঘন্ট। সেইসঙ্গে জেনে নিন এবছর ঠিক কতটা অপেক্ষা করতে হবে মায়ের জন্য।
২০২১ সালে মহালয়া পড়ছে ৬ ই অক্টোবর।
মহাষষ্ঠী পড়ছে ১১ ই অক্টোবর।
মহাসপ্তমী পড়ছে ১২ ই অক্টোবর।
মহাঅষ্টমী পড়ছে ১৩ ই অক্টোবর।
মহানবমী পড়ছে ১৪ ই অক্টোবর।
বিজয়া দশমী পড়ছে ১৫ অক্টোবর।
কোজাগরী লক্ষ্মী পুজো পড়ছে ১৯শে অক্টোবর।
কালী পুজো পড়েছে ৪ ই নভেম্বর।