এবার কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন ডেভিড বেকহ্যাম ও রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে মাঠে নামবেন ডেভিড বেকহ্যাম এবং
রোনাল্ডো। না, ফুটবল নয়, সাইক্লিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন তারা। শুনে অনেকের পক্ষে আশ্চর্য হয়ে যাওয়াসহ বিগ কিন্তু আসলে তারা দুজন নিজেদের খেলা বদলে ফেলেন নি। ব্যাকহ্যাম এখনও ফুটবল ছাড়ার পর নিজের মডেলিংয়ের কেরিয়ার নিয়েই রয়েছেন। রোনাল্ডোও এখনও পর্তুগালে আসন্ন ফুটবল মরশুমের প্রস্তুতি নিচ্ছেন।

এই রোনাল্ডো এবং ব্যাকহ্যাম হলেন ভারতের বাসিন্দা এবং সাইক্লিস্ট। কিন্তু এমন আজব নাম তাদের হলো কি করে? ডেভিড বেকহ্যামের দাদু আসলে একজন ফুটবল ভক্ত ছিলেন। আন্দামানের বাসিন্দা ওই পরিবারের ওই সাইক্লিস্টের জন্ম হয় তখন তার দাদুর ফুটবলের প্রতি নিজের ভালোবাসা থেকে নাতির নাম রেখেছিলেন ডেভিড বেকহ্যাম।

মনিপুরের বাসিন্দা রোনাল্ডোর গল্প অবশ্য এতটা আকর্ষণীয় নয়। তার ক্ষেত্রেও তার এই নামটি রেখেছিলেন তার দাদু কারণ তিনি এই ব্রাজিলিয়ান রোনাল্ডোর ভক্ত ছিলেন। এই সাইকেলিস্ট নিজেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, ব্রাজিলের রোনাল্ডোরই ভক্ত।

ronaldo backham

কমনওয়েলথ গেমস এর আগে প্রতিযোগীদের সঙ্গে দেখা করে এই নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেখানে এই দুজনের নাম তুলে ধরেছেন তিনি বিশেষ করে। বারের ভারতের কমনওয়েলথ গেমসের ১২৫ জনের দলে মাত্র দুজনই রয়েছেন যারা সাইক্লিস্ট তাই সাইক্লিংয়ে পদক জয়ের জন্য বেকহ্যাম এবং রোনাল্ডোর দিকেই তাকিয়ে ভারতীয় ক্রীড়ামহল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর