খ্যাতনামা ইংলিশ ক্রিকেটার বেছে নিলেন টেস্ট সিরিজের বেস্ট বোলারদের, তালিকায় নাম অ্যান্ডারসন, বুমরার

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ আশানুরূপভাবে শেষ হতে পারেনি। লড়াই শুরুর আগেই বাতিল করে দিতে হয়েছে ম্যানচেস্টারের পঞ্চম টেস্ট। যদিও তার আগেই লর্ডস এবং ওভাল টেস্ট জিতে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সব মিলিয়ে দেখতে গেলে এই টেস্ট সিরিজ ছিল দারুণ রোমাঞ্চকর।

একদিকে যেমন লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে লিড নিয়ে নিয়েছিল ভারত, তেমনি আবার হেডিংলিতে দুর্দান্ত কামব্যাক করে রুট বাহিনী। অন্যদিকে আবার ওভালে তাদের কিস্তিমাত করে এগিয়ে যায় বিরাটরা। বিশেষত এই সিরিজে দু’দলের বোলাররাই আগুন ঝরিয়েছেন। একদিকে যেমন বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দুরন্ত প্রদর্শন উপহার দিয়েছেন অ্যান্ডারসন তেমনই আবার ভারতের হয়ে জাসপ্রিত বুমরা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজরাও একের পর এক দুরন্ত স্পেল উপহার দিয়েছেন।

এবার দুই দলেরই বোলারদের প্রশংসায় মাতলেন প্রাক্তন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার। বিশেষত অলি রবিনসন, জিমি অ্যান্ডারসন এবং জাসপ্রিত বুমরার প্রশংসায় পঞ্চমুখ এই ইংরেজ তারকা। জিমির প্রশংসা করে তিনি বলেন, “তিনজনের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়া খুব কঠিন। জিমির বোলিং দেখে খুব ভালো লাগছে, কারণ তিনি প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি পরিসংখ্যান।”

IMG 20210905 133956

তবে বিশেষত বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গাওয়ার। তার মতে পুরনো বলে যে স্পেল উপহার দিয়েছেন বুমরা তা ম্যাচ পুরোপুরি বদলে দিয়েছে। গাওয়ারের কথায়, “বুমরার একটি স্পেল টেস্ট সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। ওভাল টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড সারাদিন ব্যাটিং করতে পারত এবং সিরিজ ১-১ সমাপ্ত হতে পারত৷ কিন্তু বুমরা লাঞ্চের পর পুরানো বলেও দুর্দান্ত বোলিং করেন এবং রিভার্স সুইংয়ের মাধ্যমে পরপর দুই ওভারে অলি পোপ এবং জনি বেয়ারস্টোর উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই ম্যাচটি ভারতের পক্ষে চলে যায়।”

 

Abhirup Das

সম্পর্কিত খবর