গুজরাটকে IPL ফাইনালে তুলে নিজের পুরোনো দলের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মিলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে ডেভিড মিলার। গুজরাট টাইটান্স ৩ কোটি টাকায় তাকে দলে নিয়েছে এবং এই নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ফিনিশার হিসাবে দুরন্ত ভূমিকা পালন করছেন। এর আগে গ্রূপপর্বে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ৯৪ রান করে গুজরাটকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন মিলার। তারপর কাল আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে নিজের পুরোনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৮ বলে ৬৮ রানের অসাধারণ ইনিংস খেলে গুজরাটকে ফাইনালে তুলেছেন।

ডেভিড মিলার কাল ম্যাচ জেতানোর পর রাজস্থান রয়্যালস সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি আর আগে দুই মরশুম ওই দলের সদস্য ছিলেন। কিন্তু সেই দলের হয়ে দু বছরে মাত্র ১০ টি ম্যাচ খেলে ১২৪ রানের বেশি করতে পারেননি। তাই কাল ম্যাচ জেতার পর টুইটারে পোস্ট করে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন নিজের পুরোনো দলের সমর্থকদের কাছে।

ডেভিড মিলার দীর্ঘদিন পরে আইপিএলে নিজের পরিচিত ছন্দে ফিরেছেন। দীর্ঘ ৮ বছর পরে তিনি আইপিএলে ৪০০ রানের গন্ডি পেরিয়েছেন। ২০১৫ আইপিএলের পর থেকে তাকে নিজের পরিচিত ছন্দে পাওয়া যায়নি। কিন্তু এই মরশুমে তিনি ১৫ টি ম্যাচ খেলে ৪৪৯ রান করেছেন।

কাল রাজস্থানের গড়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফর্মে থাকা ঋদ্ধিমান সাহা-কে প্রথম ওভারেই ফেরান ট্রেন্ট বোল্ট। তারপর নিজেদের মধ্যে ৭২ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন গুজরাটের অপর ওপেনার শুভমান গিল এবং ৩ নম্বরে নামা ম্যাথু ওয়েড। কিন্তু ব্যক্তিগত ৩৫ রান করে আউট হয়ে ফেরেন দুজনেই। এরপর মিলারকে সাথে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান হার্দিক। প্রথমদিকে অত্যন্ত ধীরে শুরু করলেও শেষ দিকে জ্বলে উঠেন ডেভিড মিলার। দুজনের মধ্যে অবিচ্ছেদ্য ১০৬ রানের পার্টনারশিপ হয়। শেষ ওভারে জিততে গেলে ১৬ রান করতে হতো গুজরাট টাইটান্সকে। প্রসিদ্ধ কৃষ্ণা-র প্রথম তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন মিলার। নিজে অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৮ রান করে। ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়াও।


Reetabrata Deb

সম্পর্কিত খবর