বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল মহম্মদ সিরাজের (Md Siraj) করা বাউন্সার এসে লেগেছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) হেলমেটে। তাৎক্ষণিক কোনও সমস্যায় অবশ্য সেই ক্রিকেটারকে ভুগতে দেখা যায়নি। কিন্তু তিনি মাত্র ১৫ রান করে শামির (Md Shami) শিকার হয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হওয়ার পর তাকে ভারতের ইনিংস শুরু হওয়ার সময় ফিল্ডিং করতে দেখা যায়নি। তারপর আজ সকালেই চাঞ্চল্যকর খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই টেস্টের বাকি চারটে দিন মাঠে নামতে পারবেন না ডেভিড ওয়ার্নার। তার কনকাশন পরিবর্ত হিসাবে বাকি টেস্টটুকুতে অংশগ্রহণ করবেন ম্যাট রেনেশ। নাগপুরে প্রথম টেস্টে দলের অংশ ছিলেন তিনি। কিন্তু ২ ইনিংস এই ব্যাট হাতে ব্যর্থ হয় দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন অজি তারকা। এবার ওয়ার্নারের এমন অবস্থার কারণে ফের মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।
ডেভিড ওয়ার্নার দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে নিজের ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া নিজের ঘরের মাটিতে যে সিরিজটি খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাতে একটি ইনিংসে দ্বিশতরান করলেও বাকি ইনিংসগুলিতে তিনি চূড়ান্ত ব্যর্থ ছিলেন। ভারতের মাটিতেও তিনটি ইনিংস ব্যাট করে তার স্কোর সব মিলিয়ে ২৫।
গতকাল তার ফর্ম নিয়ে সমালোচনা করেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, “এটি সহজেই দৃশ্যমান চেয়ে ওয়ার্নার একেবারেই ছন্দে নেই এবং ব্যাট হাতে খুবই সমস্যায় রয়েছে। শুধুমাত্র অশ্বিন নয়, শামি বা সিরাজও ওকে গুরুতর সমস্যায় ফেলছে। ও ১৫ বছর ধরে ভারতের মাটিতে ক্রিকেট খেলছে। তাই এই ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক।”
তবে ওয়ার্নার না থাকলেও তিন স্পিনার নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার বোলিং বিভাগও সকালে কিছুটা সমস্যায় পড়েছিল। প্রতিবেদনটি লেখার সময় লোকেশ রাহুল এবং রোহিত শর্মার মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ ভেঙেছেন লিয়ন। ভারতের দুই ওপেনারই ড্রেসিংরুমে ফিরে গেছেন লিয়নের শিকার হয়ে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা