মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার দাউদের ঘনিষ্ঠ ইজাজ লকড়বালা

বাংলা হান্ট ডেস্কঃ আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে মুম্বাই পুলিশের বড়সড় সফলতা পেলো। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পাকিস্তানের করাচিতে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ঘনিষ্ঠ গ্যাংস্টার ইজাজ লকড়বালাকে (Ejaz Lakdawala) গ্রেফতার করেছে। ক্রাইম ব্রাঞ্চের টিম তাঁকে বিহারের রাজধানী পাটনা থেকে গ্রেফতার করেছে। এর আগে ইজাজের মেয়েকে গ্রেফতার করেছিল ক্রাইম ব্রাঞ্চ। আদালত ইজাজকে ২১ জানুয়ারি পর্যন্ত পুলিশের রিমান্ডে পাঠিয়েছে। বিগত ২০ বছর ধরে পলাতক ছিল ইজাজ।

1 18

মুম্বাই পুলিশ সুপার সঞ্জয় বর্বে মিডিয়াকে জানান, ইজাজের বিরুদ্ধে শুধুমাত্র মুম্বাইতেই ২৫ টি মামলা দায়ের আছে, আর রাজ্যের অন্য জায়গায় আরও ২টি মামলা দায়ের আছে। আরেকদিকে, তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে নাকি সেটা জানতে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটর্শন সেল অন্য রাজ্য গুলোর সাথে যোগাযোগ করছে।

সঞ্জয় বর্বে জানান, গত ২৮ ডিসেম্বর ইজাজের মেয়ে সানিয়া শেখকে গ্রেফতার করা হয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ তাঁর বিরুদ্ধে দায়ের মামলা নিয়ে দীর্ঘ দিন ধরে তদন্ত করছিল। অ্যান্টি এক্সটর্শন সেল সানিয়া শেখকে দীর্ঘদিন ধরেই ট্রেস করছিল। সানিয়া তাঁর বাবা ইজাজের নামে চারিদিকে পাঁচ কোটি টাকার উসুলি করেছে।

সানিয়া জিজ্ঞাসাবাদে জানায় যে, ইজাজ নেপালে পালানোর চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদে ইজাজের লোকেশন ট্রেস হয়। এরপর গোপন অভিযান চালিয়ে ক্রাইম ব্রাঞ্চের টিম পাটনা পৌঁছায়। আর সেখান থেকে ইজাজকে গ্রেফতার করা হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর