বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh) আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পান। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই তথ্য প্রকাশ করেছে। পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে, রিঙ্কু সিংকে হুমকির দেওয়ার পিছনে দাউদ ইব্রাহিমের গ্যাং জড়িত রয়েছে।
হুমকি পেয়েছিলেন রিঙ্কু (Rinku Singh):
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) প্রমোশনাল টিমকে ৩ টি হুমকি বার্তা পাঠানো হয়। ডি-কোম্পানির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। যেখানে রিঙ্কু সিংয়ের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয় এমতাবস্থায়, পুলিশ এখন এই মামলায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।
আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেলেন রিঙ্কু: জানিয়ে রাখি যে, রিঙ্কু সিং সম্প্রতি এশিয়া কাপের সফর শেষ করে ফিরেছেন। ফাইনালে তাঁর ব্যাট থেকেই জয়সূচক রান এসেছিল। তবে, এখন, তার বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ডের হুমকির চাঞ্চল্যকর খবরে আলোড়ন পড়েছে। রিঙ্কু সিংকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন হুমকি দেওয়ার কথা স্বীকারও করেছে।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! ৪০ কোটি Windows ব্যবহারকারীর জন্য সামনে এল বড় সতর্কতা
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কানেকশন: উল্লেখ্য যে, ইতিমধ্যেই মোহাম্মদ দিলশাদ এবং মোহাম্মদ নাভিদ নামের দুই ব্যক্তিকে ওয়েস্ট ইন্ডিজে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ গত ১ অগাস্ট উভয় অভিযুক্তকে ভারতের হাতে তুলে দিয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তেই হল বাজিমাত! লাফিয়ে বাড়ল হেল্থকেয়ার সেক্টরের এই শেয়ারের দাম
প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীর হত্যার পর তাঁর ছেলে জিশান সিদ্দিকীর কাছ থেকে ১০ কোটি টাকা দাবি করার অভিযোগে হত্যার পর পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল। পুলিশের হাতে ধরা পড়ার পর, দুই অভিযুক্তের মধ্যে একজন জানায় যে সে রিঙ্কু সিংকেও ফোন করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিল। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে যে জিশান সিদ্দিকী ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে টাকা চেয়ে হুমকিমূলক ইমেল পেয়েছিলেন। অন্যদিকে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) প্রমোশনাল টিম গত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে টাকা দাবি করে ৩ টি হুমকিমূলক বার্তা পেয়েছে।