বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে এই টেস্ট সিরিজের দুটি ম্যাচ হয়ে গিয়েছে। চেন্নাইয়ের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। বর্তমানে সিরিজের ফলাফল 1-1।
3rd Test. India XI: R Sharma, S Gill, C Pujara, V Kohli, A Rahane, R Pant, W Sundar, R Ashwin, A Patel, J Bumrah, I Sharma https://t.co/9HjQB6CoHp #INDvENG @Paytm
— BCCI (@BCCI) February 24, 2021
আজ গুজরাটের আমেদাবাদে তৃতীয় টেস্ট ম্যাচে নামছে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচটি হবে দিনরাত্রি টেস্ট। এটি ভারতের দ্বিতীয় দিবারাত্রি টেস্ট। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
এক নজরে দেখে নেওয়া যাক এই দিনরাত্রি টেস্টে দুই দলের প্রথম একাদশ:
ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, যাসস্প্রীত বুমরাহ।
Team News:
2⃣ changes for #TeamIndia as @Jaspritbumrah93 & @Sundarwashi5 named in the playing XI.
4⃣ changes for England as James Anderson, Jofra Archer, Zak Crawley & Jonny Bairstow picked in the team.@Paytm #INDvENG
Follow the match 👉 https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/Z2KEKP6Oux
— BCCI (@BCCI) February 24, 2021
ইংল্যান্ড: ডমিনিক শিবলে, জাক ক্রাইলি, জনি বেয়ারিস্ট, জো রুট, বেন স্টোকস, অলি পপে, বেন ফক্স, জোফ্রা আর্চার, জাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন।