দিল্লির উত্থানে সাহায্য করা সৌরভের ক্রিকেট জ্ঞান এবং ক্ষুরধার মস্তিককে খুব মিস করবো।

দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ পারফরম্যান্স করার পর গতবছর মেন্টর হিসাবে দিল্লী ক্যাপিটালস নিয়োগ করেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কে। আর তার ফলেই গত সিজনে উত্থান ঘটেছিল দিল্লী দলের। কিন্তু এবার আর সৌরভ গাঙ্গুলি কে মেন্টর হিসাবে পাবে না আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালস কারন এখন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। আর তার অভাব যে ভালোই বুঝবে দিল্লী সেটা আগেই জানিয়েছেন দিল্লী ক্যাপিটালসের সিইও।

আগামীকাল কলকাতায় বসতে চলেছে আইপিএল 2020 এর নিলাম। তার আগে দিল্লী ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রা জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলি কে আমরা খুব মিস করবো। উনি দাদার প্রশংসা করে বলেন, সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র একজন বুদ্ধিমান এবং দুর্দান্ত প্রশাসকই নন। দাদা হলেন একজন ভালো মানের মানুষ।

161339655aadfd043d92332890124c6ed4aa7c85c

সেই সাথে দিল্লী ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রা  বলেছেন যে, সিনিয়র ক্রিকেটার হোক কিংবা জুনিয়র ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কাছে সবাই ছাত্র। সৌরভ যখন আলোচনা করেন সবাই মন দিয়ে সৌরভের কথা শোনেন এবং সব ক্রিকেটারই সৌরভের কথা শুনে খুব অনুপ্রাণিত হয়। ক্রিকেটটা খুব ভালো বোঝেন দাদা। রিকি পন্টিং এর সৌরভের বোঝাপড়া দুর্দান্ত। এই সব মিলিয়ে সৌরভ গাঙ্গুলি ছিলেন দিল্লীর ভরসার নাম। আর তাই সামনের আইপিএলে দিল্লি যে কতটা মিস করবে দাদা কে সেটা বোঝায় যাচ্ছে দিল্লী ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রার কথায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর