KKR এর বিরুদ্ধে ধ্বংসলীলায় মাতলেন ডি কক, গড়লেন একাধিক রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার কলকাতা নাইট রাইডার্সের মরণ বাঁচন ম্যাচে যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মাতলেন লখনউ সুপারজায়ান্টসের ওপেনার কুইন্টন ডি কক। নাইটদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুল ২১০ রানের অবিচ্ছেদ্য ওপেনিং পার্টনারশিপ গড়ে ইতিহাস রচনা করেছেন। ইনিংসের শুরুতে ১২ রানে ব্যাটিং করার সময় ডি ককের ক্যাচ ফেলেছিলেন আজকের ম্যাচে অভিষেক করা অভিজিৎ তোমার, যার খেসারত গোটা ইনিংস জুড়ে ভুগতে হয়েছে নাইটদের।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস কমপ্লেক্সে কেকেআর বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছেন ডি কক। তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন লোকেশ রাহুল। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার এমন হলো যখন প্রথম ইনিংসে ওপেনিং জুটি গোটা ২০ ওভার জুড়ে ব্যাটিং করে যায়। ডি কক তার ৭০ বলে ১৪০ রানের ইনিংস খেলার সময় মারেন ১০টি ছক্কা এবং ১০টি চার মেরেছিলেন। রাহুল ধৈর্যশীল ৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলার সময় ৪টি ছক্কা ও ৩টি চার মেরেছেন। যার জন্য ২০ ওভারে ২১০ রানের স্কোর প্রথম ইনিংসে খাঁড়া করে লখনউ। কোনও কেকেআর বোলারই কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

kl rahul lsg

আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড:
• ১৭৫* – ২০১৩ সালে ক্রিস গেইল বনাম পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া
• ১৫৮* – ২০০৮ সালে ব্রেন্ডন ম্যাককালাম বনাম আরসিবি
• ১৪০* – ২০২২ সালে কুইন্টন ডি কক বনাম কেকেআর

আইপিএলে সর্বোচ্চ উদ্বোধনী জুটি:
• ২১০* – ২০২২ সালে কুইন্টন ডি কক এবং কেএল রাহুল বনাম কেকেআর
• ১৮৫ – ২০১৯ সালে জনি বেয়ারস্টো বনাম ডেভিড ওয়ার্নার বনাম আরসিবি
• ১৮৪* – ২০১৭ সালে গৌতম গম্ভীর এবং ক্রিস লিন বনাম গুজরাট লায়ন্স


Reetabrata Deb

সম্পর্কিত খবর