টহলদারির সময়ে সিয়াচেনে তুষার ধসে চাপা পড়ে মৃত্যু চার জওয়ানের

বাংলা হান্ট ডেস্ক : সিয়াচেন হিমবাহের উত্তর অঞ্চলে টহলদারির সময় তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হল চার জওয়ানের। সোমবার সিয়াচেনের উনিশ হাজার ফুট উচ্চতায় টহল দেওয়ার সময় আচমকাই তুষার ঝড় হয় আর তার কবলে পড়েন আট জওয়ান। যদিও খবর পেয়ে কাছাকাছি থাকা উদ্ধারকারী দল তাঁদের উদ্ধারের জন্য ছুটে যান, প্রত্যেকেই উদ্ধার করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হল না। তাঁদের প্রত্যেকেই সেনা হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই চার সেনা জওয়ান সহ দুই মাল বাহকের মৃত্যু হয়।6a4c384c4d2ad6c97c00da07e62c6d93c06229c8

যদিও এখনও অবধি দুই সেনা জওয়ান চিকিত্সাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল তিনটে নাগাদ তুষার ধস নেমেছিল, ঘটনার খবর পেয়েই লেহ পুলিশের একটি দল এবং উদ্ধারকারী দল ছুটে যায় কিন্তু শেষ রক্ষা সম্ভব হয়নি। তুষার স্তূপের মধ্যেই আটকে ছিলেন ওই আট সেনা জওয়ানর, দীর্ঘ কয়েক ঘণ্টার ম্যারাথন প্রচেষ্টায় উদ্ধারকারী দল ওই আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

বিশ্বের সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে শীতকালে তাপমাত্রা থাকে মাইনাস 60 ডিগ্রি ও নীচে। এখনও অবধি দেশের অন্যান্য জায়গায় ঠান্ডা না পড়লেও সিয়াচেনে কিন্তু মারাত্মক ঠান্ডা তাই মাঝে মাঝেই তুষার ধস ও তুষার ঝড় হচ্ছে। প্রতি বছরই সেখানে তুষার ধস ও তুষার ঝড়ে অনেক সেনা জওয়ান প্রাণ হারান।

এমন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সেখানে মোতায়েন রয়েছে কয়েক হাজার দেশের সেনারা। বিশেষ করে শীতকালে তুষার ধস ও ঝড়ের জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফে। যেহেতু ভারত ও পাকিস্তান সীমান্তের মধ্যেই এই ঘটনা ঘটেছে তাই দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়েছে এবং মোতায়েন করা হয়েছে আরও বেশি করে নিরাপত্তা বাহিনী।


সম্পর্কিত খবর